প্রধান সংবাদ

রমাদানের আগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি দিন

-অধ্যাপক মুজিবুর রহমান

২০ মার্চ ২০২৩, সোমবার, ৩:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, নায়েবে আমীর, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল এবং আটক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীসহ গ্রেফতারকৃত সকল আলেম-ওলামাদের মুক্তি দিয়ে পরিবারের সাথে মাহে রমাদানের সাওম পালনের ব্যবস্থা করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২০ মার্চ ২০২৩ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গত ১২ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতার করেছে, প্রায় ১৩ ...


ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত

মিলিত হোন সম্মিলিত লক্ষ্যপানে

আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরণের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিক ভাবে সমর্থন করি।

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সযোগীতা করিব।

আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।