প্রধান সংবাদ

অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান

-মাওলানা এটিএম মা’ছুম

২৪ জুলাই ২০২৪, বুধবার, ৬:৩০

দেশব্যাপী গণগ্রেফতার, সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ, অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৪ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ছাত্রসমাজের অরাজনৈতিক আন্দোলনকে দমনের জন্য সরকার তার দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনীকে দিয়ে দেশে গণহত্যা চালিয়ে এক রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। সরকার প্রধান প্রকৃত সত্য আড়াল করে দেশে গণহত্যার দায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং বিরোধী রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সারাদেশে গণগ্রেফতার চালিয়ে রাজনৈতিক নিপীড়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রী ‘সহিংস ঘটনা ঘটিয়েছে জামায়াত—শিবির’ মর্মে যে ...


ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত

মিলিত হোন সম্মিলিত লক্ষ্যপানে

আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরণের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিক ভাবে সমর্থন করি।

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সযোগীতা করিব।

আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।