১৫ অক্টোবর ২০১৬, শনিবার

অধ্যাপক মুজিবুর রহমান

প্রেসিডেন্টের ভাষণ আলোচনা ১৯৮৭

আলহামদুলিল্লাহ, আলহামদু লিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্ লাজিনাছ-তফা। মাননীয় স্পীকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নবী রসূলগণকে এবং সাহাবাগণকে যাঁরা আল্লাহর দ্বীনকে দুনিয়ায় কায়েম করে গেছেন এবং স্মরণ করছি ঐ সমস্ত শহীদদের যাঁরা আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবনবিধানকে বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছেন। সেই সমস্ত শহীদ হলোঃ শহীদ আঃ মালেক, শহীদ শাব্বীর আহমদ, শহীদ আব্দুল হামিদ, শহীদ আইয়ুব আলী, শহীদ আব্দুল জব্বার, শহীদ আব্দুল মতিন, শহীদ রাশিদুল হক রশিদ, শহীদ শীষ মোহাম্মদ, শহীদ মোঃ সেলিম, শহীদ শাহাবুদ্দিন, শহীদ মোঃ বাকীউল্লাহ, শহীদ জাফর জাহাঙ্গীর, শহীদ সেলিম জাহাঙ্গীর, শহীদ মাহফুজুল হক চৌধুরী, শহীদ হাফেজ আব্দুর রহিম, শহীদ মোস্তফা আল মোস্তাফিজ, শহীদ খুরশীদ আলম, শহীদ আমীর হোসাইন ও শহীদ জসিম উদ্দিন।
(বাধা প্রদান)
জনাব ডেপুটি স্পীকারঃ অর্ডার।
জনাব মোঃ মুজিবুর রহমানঃ মাননীয় স্পীকার, আমি রাষ্ট্রপতির ভাষণের তৃতীয় পৃষ্ঠায় ৮ নম্বরে যা বলেছেন, সেটা পড়ছিঃ

বিস্তারিত জানতে ও ভাষণটি ডাউনলোড করতে পিডিএফ ফাইল থেকে: ভাষণ-১  ভাষণ-২  ভাষণ-৩  ভাষণ-৪