২৩ নভেম্বর ২০২৫, রবিবার

সবার সহযোগিতায় ঢাকা-১৩ আসনকে চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও ছিনতাইমুক্ত এলাকায় পরিণত করতে চাই

-মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শেরেবাংলানগর, আদাবর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, “আপনারা আমাকে সংসদে পাঠালে ঢাকা-১৩ আসনকে চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও ছিনতাইমুক্ত একটি আদর্শ এলাকায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এ অঞ্চলের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।” তিনি দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা আয়োজিত আগারগাঁওয়ের একটি মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তর আমীর আব্দুল আউয়াল আজম। পরিচালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, থানা জামায়াতের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, এইচআরডি সম্পাদক হুমায়ুন কবির, থানা ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল আলম, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইঞ্জিনিয়ার ইফতেখার খান সুজন, যুববিভাগের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল আজম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সময়ে ২৮ নং ওয়ার্ডে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে ছিল। অতীতের জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলাও আমাদের সেবামূলক কাজকে থামিয়ে রাখতে পারেনি। আগামীতেও আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদেরকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কাজে আরও অনুপ্রাণিত করবে।”

এসময় মোবারক হোসাইন আরও বলেন, “ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে। কল্যাণ রাষ্ট্রের অভাবই মানুষের দুঃখ-দুর্দশার মূল কারণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এসব অধিকার নিশ্চিত করতেই দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে হবে।”

তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে সকলকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।