২২ নভেম্বর ২০২৫, শনিবার

উম্মাহ ও দ্বীনের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “উম্মাহ ও দ্বীনের স্বার্থ রক্ষায় উলামায়ে কেরামকে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটার পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী দল, শক্তি ও মহলসমূহ দ্বীনি কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক।”

মাওলানা আবদুল হালিম আরও বলেন, “এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামী দলগুলো আগামী জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। জাতির প্রত্যাশা- জাতীয় সংসদে আলেম-উলামা, মুফাসসির-মুহাদ্দিস, ইমাম-খতীব ও হাফেজে কুরআনদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত। সুদ, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সততা, যোগ্যতা ও ঈমানদারীর সঙ্গে ইসলামপন্থি ব্যক্তিরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।”

তিনি সকল ইসলামী দল, শক্তি ও মহলকে মতপার্থক্য পরিহার করে আদল ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর-২ (কচুয়া) আসন সম্পর্কে তিনি বলেন, “খ্যাতনামা আলেমে দ্বীন ও মুহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে কচুয়ার সর্বস্তরের জনগণকে কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

আজ শনিবার (২২ নভেম্বর) চাঁদপুর জেলার কচুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বাছাইয়া এলাকার আল বারাকা আইডিয়াল একাডেমিতে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কচুয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নাযেবে আমীর মাস্টার মো: সিরাজুল ইসলাম, নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: মিজানুর রহমান, প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখার অর্থ সম্পাদক মাওলানা মো: ইলিয়াছ, জেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা নূর মোহাম্মদ খান, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মাও: মো: ইউসুফ, মনপুরা মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: ইসহাক, চাপাতলী মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান মজুমদার, আশ্রাফপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হক প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, ৮ নং ইউনিয়ন আমীর অধ্যাপক মো: আবু জাফর, ৭ নং ইউনিয়ন সভাপতি মাও: মো: আব্দুস সামাদ আজাদী, ৩ নং বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ মাদানী, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ মো: মনির হোসেন হেলালী,৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মো: সাখাওয়াত হোসেন ৭ নং ইউনিয় পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মো: জসীম উদ্দীন মিয়াজী, ৬ নং ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, ৫ নং ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো: হেদায়েত উল্লাহ নং ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো: জসীম উদ্দীন প্রমুখ।