আজ ১৯ মার্চ শ্রীলংকায় অনুষ্ঠিত বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকা টেস্ট ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল বিজয় অর্জন করায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৯মার্চ ২০১৭ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“আজ ১৯ মার্চ শ্রীলংকায় অনুষ্ঠিত বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকা টেস্ট ক্রিকেট দলের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
শ্রীলংকা টেস্ট ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল এক দাপুটে ক্রিকেট খেলে এ সাফল্য অর্জন করেছে। এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ টেস্টক্রিকেট দল এক গৌরবময় ইতিহাস সৃষ্টি করল। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য জাতি গর্বিত।
আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের ধারা অব্যাহত রেখেশ্রীলংকার বিরুদ্ধে ওয়ান্ডে ক্রিকেটও বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।”