২৭ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০৫

নাটোরে ছাত্রলীগ নেতার হামলায় শিক্ষক গুরুতর আহত

নাটোরে সন্ত্রাসী হামলায় সেনভাগ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক শুকুর আলী গুরুতর আহত হয়েছেন। নলডাঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। গুরুতর অবস্থায় রোববার রাতে শুকুর আলীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনিসুর রহমানের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ওইদিন সন্ধ্যায় উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শুকুর আলীকে ধাওয়া করে। ছাত্রলীগ নেতা এ সময় মাদ্রাসা শিক্ষককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় পড়ে গেলে আনিসুর ও তার সহযোগীরা শুকুর আলীকে হাতুড়ি দিয়ে নির্বিচারে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হামলাকারী ছাত্রলীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ঘনিষ্ঠ সহযোগী। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি দাবি করেন সেখানে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

https://www.jugantor.com/todays-paper/news/115904