৬ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ১০:৪২

‘আমরা আওয়ামী লীগের কর্মী, চাকরি আমাদেরই প্রাপ্য’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজাউদ্দিন সাথে কথাকাটাকাটি হয়েছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ভিসির দফতরে ঢুকে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা ভিসির কাছে চাকরি দাবি করেন।
জানা যায়, গতকাল দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম হোসাইনের নেতৃত্বে ৩০-৩৫ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ভিসির দফতরে গিয়ে তার সাথে দেখা করতে চান। ভিসি ব্যস্ত আছেন বলা হলে তারা বাইরে অপেক্ষা করেন। পরে ভিসি বাইরে এসে তাদের সাথে কথা বলেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ভিসিকে বলেন, ‘ক্যাম্পাস জামায়াত-শিবিরের হাত থেকে আমরা মুক্ত করলাম। হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি আমরা। কাজেই আমাদের চাকরি না দিয়ে অন্য কাউকে দেবেন, তা হবে না। এখানে আমরাই চাকরির অধিকার রাখি।’
ভিসি তাদের নিয়মতান্ত্রিকভাবে সব কিছু সমাধানের আশ্বাস দিলে তাদের কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে ভিসির সাথে কয়েকজনের কথাকাটাকাটিও হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি এমিন, সেলিম রেজা, জাকারিয়া, এনামুল হকসহ ৩০-৩৫ আওয়ামী লীগের নেতাকর্মী।
সেখানে উপস্থিত মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক এখলাছুর রহমান সাদ্দাম বলেন, ‘আমরা স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। জামায়াত-শিবিরের হাতে আমরা অনেকে নির্যাতনের শিকার হয়েছি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, ভিসিও আওয়ামী লীগের। তাই আমাদের অধিকার আছে এ বিশ্ববিদ্যালয়ে চাকরি করার।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘কিছু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী আমার কাছে এসে চাকরি দাবি করে। তখন আমি তাদের নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করা হবে বলে জানিয়েছি।’
http://www.dailynayadiganta.com/detail/news/193555