আল্লামা সাঈদীকে গতকাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়
৪ মে ২০১৮, শুক্রবার, ৯:৩৯

কারাবন্দী আল্লামা সাঈদীকে চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে

কারাবন্দী জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নেয়া হয়।
সকাল ১০টায় তাকে বিএসএমএমইউ’র অর্থপেডিকস ও রিউমাটোলজি বিভাগে নেয়া হয়। সেখান থেকে তাকে ফিজিক্যাল মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর তাকে আবারো কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, প্রথমে তাকে হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান (আরপি) দেখেন। এরপর রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক দেখেন। তিনি বলেন, উনাকে ওষুধপত্র দেয়ার সাথে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। উনি আবার আসবেন কি না এমন প্রশ্নের উত্তরে হাসপাতাল পরিচালক বলেন, যেহেতু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে, সেই হিসেবে তাকে আবার আসতে হতে পারে। তবে এ বিষয়টি কারাকর্তৃপক্ষের বিষয় বলে জানান তিনি। তবে হাসপাতালের অপর একটি সূত্র জানায়, মাওলানা সাঈদীকে ব্যবস্থাপত্র দিয়েছেন রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আতিকুল হক।
আল্লামা সাঈদী বর্তমানে হাঁটু, কোমরের ব্যথা এবং উচ্চ ডায়াবেটিকসে ভুগছেন। তার আরথ্রাইটিসের সমস্যাও তীব্র। তিনি একটি লাঠি ভর দিয়ে চিকিৎসকের কক্ষে যান।
মাওলানা সাঈদীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর পর তাকে চিকিৎসার জন্য কারাগারের বাইরে আনা হয়। ৮০ বছর বয়স্ক মাওলানা সাঈদী মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্য কারাদণ্ড ভোগ করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হাঁটু ও কোমরের ব্যথার কারণে তার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়। চলাফেরায়ও কষ্ট হয়। কারাগারের অভ্যন্তরে তাকে চিকিৎসা করানো হলেও তেমন উন্নতি হয়নি। কারা চিকিৎসকদের পরামর্শে গতকাল তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়।
পরিবারের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, গতকাল হাসপাতালে আল্লামা সাঈদীর তেমন পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। চিকিৎসকেরা তাকে হাঁটু ও কোমরের ব্যথার জন্য ভর্তির পরামর্শ দিয়েছেন। কিন্তু জেল কর্তৃপক্ষ বলছেন, এ ব্যাপারে ‘উপরের’ অনুমতি নেই। ফলে কাল ব্যবস্থাপত্র নিয়ে তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।
এ দিকে মাওলানা সাঈদীকে গতকাল হাসপাতালে আনা হলে বাইরে লোকজনের ভিড় জমে যায়। চিকিৎসকের পরামর্শ শেষে তাকে বেলা ১টায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

http://www.dailynayadiganta.com/detail/news/315453