৩১ মার্চ ২০১৮, শনিবার, ৮:১৭

আসানসোলে শান্তির ডাক দিলেন দাঙ্গায় ছেলেহারা ইমাম

সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে অনুপম নজির স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের আসানসোলের একটি মসজিদের ইমাম। সেখানে রাম নবমী নিয়ে চলা সহিংসতায় ইমাম মাওলানা ইমাদুল রশিদির ১৬ বছর বয়সী কিশোর ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু মাওলানা রশিদি প্রতিশোধ স্পৃহার কাছে আত্মসমর্পণ করেননি। বরং ছেলের জানাজা নামাজে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেছেন, আপনারা যদি আমার ছেলের হত্যার প্রতিশোধ নেয়ার চেষ্টা করেন, তাহলে আমি এই মসজিদ ও শহর ছেড়ে চলে যাব।

চলতি বছরে মাধ্যমিকের পরীক্ষায় বসার কথা ছিল ইমাম ইমদাদুলের ছেলে সিবতুল্লা রশিদির। মঙ্গলবার বিকেলে আসানসোলের রেইল পার এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার নিখোঁজ হয় সিবতুল্লাহ। তাকে একদল উত্তেজিত জনতা তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চেতলাডাঙ্গা নদী পারের নুরানি মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল রশিদি (৪৮) বলেন, ‘সে যখন বাইরে যায় তখন বিশৃঙ্খলা চলছিল। একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। আমার বড় ছেলে পুলিশকে সতর্ক করে দেয়, কিন্তু তাকে পুলিশ স্টেশনে দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে হয়। পরে আমরা জানতে পারি যে, পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। সকালে তার লাশ শনাক্ত করা হয়।’

সিবতুল্লাহকে দাফনের পর বৃহস্পতিবার বিকেলে হাজার হাজার মানুষ আসানসোলের ইদগাহ ময়দানে উপস্থিত হন। এ সময় রশিদি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি শান্তি চাই। আমার ছেলে চলে গেছে। আমি চাই না আর কোনো পরিবার তাদের প্রিয়জনকে হারাক। আমি চাই না আর কোনো বাড়িঘর পোড়ানো হোক। আমি ইতোমধ্যে আগত সবাইকে বলেছি যে, যদি আমার ছেলে হত্যার কোনো প্রতিশোধ নেয়া হয়, তাহলে আমি আসানসোল ছেড়ে চলে যাব। আমি তাদের বলেছি, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে তোমরা একটি আঙুলও তুলবে না।’
তিনি বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে ইমামতি করছি। এটা গুরুত্বপূর্ণ যে, আমি মানুষকে সঠিক বার্তা দিয়েছি, শান্তির বার্তা দিয়েছি। আমার ব্যক্তিগত ক্ষতি কাটিয়ে উঠা প্রয়োজন। আসামের লোকজন এরকম নয়। এটা ষড়যন্ত্র।’

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ক্ষুব্ধ যুবকদের শান্ত করতে সহায়তা করেছেন ইমাম রশিদি। প্রশাসনকে সহায়তা করেছেন তিনি। আমরা তাকে নিয়ে গর্বিত। ছেলে হারানোর যন্ত্রণা সত্ত্বেও তিনি শান্তির জন্য সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

 

http://www.dailynayadiganta.com/detail/news/306217