এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার, ৯:২১

অনশনের ঘোষণা আজ বা কাল

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা লাগাতার আন্দোলনে

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাদের দাবি অবিলম্বে এমপিওভুক্তির ঘোষণা দেয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়েছে গতকাল সকালে। এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নেতারা।
এ কর্মসূচিতে সারা দেশ থেকে আসা নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নিচ্ছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ কর্মসূচি আহবান করেছে। শিক্ষক নেতারা বলেন, শিক্ষা বোর্ড থেকে বৈধ প্রক্রিয়ায় অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় এক লাখ। এখানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অনেকেই ১০ থেকে ২২ বছর বিনা বেতনে বা অর্ধ-বেতনে পাঠদান করে যাচ্ছেন। তারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছেন।
দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার নয়া দিগন্তকে বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি থেকে সরে যাবো না। আশা করি সরকার ও শিক্ষা মন্ত্রণালয় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে। অন্যথায় অবস্থান কর্মসূচি অনশনে রূপ নিতে পারে।

বর্তমান সরকার তার পর পর দুই মেয়াদে একবারই (২০১০ সালে) এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। এর পর থেকে অঘোষিতভাবে এমপিওভুক্তি বন্ধ রয়েছে এবং বাজেটেও নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তি খাতে কোনো বরাদ্দ রাখা হচ্ছে না।
ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় গতকাল নয়া দিগন্তকে জানান, সারা দেশের ৫৬টি জেলায় তাদের সংগঠন রয়েছে এবং এসব জেলা থেকে পাঁচ-ছয় হাজার শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। গত ১৯ নভেম্বর সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ এশারত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

http://www.dailynayadiganta.com/detail/news/279886