২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার, ৯:৫২

আন্তর্জাতিক বাজারে চিনির দাম নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনির দামে নিন্মমুখী রয়েছে। একই সঙ্গে রোববার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) দাম কমেছে অ্যারাবিকা কফি ও কোকোর। তবে এদিন রোবাস্তা কফির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

আইসিইতে এদিন অপরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ৫ সেন্ট কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয় ১৪ দশমিক ৭২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। এর আগে বৃহস্পতিবার পণ্যটির দাম পাউন্ডপ্রতি ১৪ দশমিক ৮২ সেন্ট উঠেছিল, যা চলতি বছরের ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চ। এরপর থেকে পণ্যটির দাম কমতে শুরু করেছে। অন্যদিকে গতকাল প্রতি টন পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ১ ডলার ৪০ সেন্ট কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৮৫ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। যুক্তরাজ্যভিত্তিক স্কুডেন ফিন্যান্সিয়াল কর্পোরেশনের পণ্যবাজার-বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক নিক পেনি বলেন, বেশ কয়েকটি দেশে আখের বাম্পার ফলনের কারণে এবারের মৌসুমে অতিরিক্ত চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিন্মমুখী রয়েছে।

https://www.jugantor.com/industry-trade/2017/12/26/182432