২২ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৮:৫৭

ব্যাংকিং খাত সংকটে শেয়ারবাজার যেন জুয়ার আসর

অর্থনীতি সমিতির সম্মেলনে রেহমান সোবহান

দেশের ব্যাংকিং খাত এখন বড় ধরনের সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এই সংকটের পেছনে তিনি নৈতিকতার অবক্ষয়, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা, রাজনৈতিক ও ক্ষমতার প্রভাবকে দায়ী করেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতে এখন আর সুস্থ প্রতিযোগিতা হয় না, হয় অসুস্থ প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এই অর্থনীতিবিদের মতে, আর্থিক খাতসহ পুরো শাসনব্যবস্থায় নৈতিকতার অভাব রয়েছে। পুঁজিবাজার যেন ক্যাসিনো (জুয়ার আসর)। পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না বলে অভিযোগ তাঁর। রেহমান সোবহান বলেন, বিচার বিভাগেও নৈতিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হয় না দেশে। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব এবং সব ক্ষেত্রেই বৈষম্য রয়েছে।
তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’।

http://www.kalerkantho.com/print-edition/first-page/2017/12/22/580393