১৪ আগস্ট ২০২৩, সোমবার, ৬:০২

কান্না থামছে না ডেঙ্গুতে: প্রাণহানি ৪০০ ছুঁই ছুঁই

দিন যতই যাচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতি ৩০ সেকেন্ডে একজনের বেশি রোগী আসছেন হাসপাতালে। হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। একদিনে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। আগস্টে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যুতে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত ৩৯৮ জনের মধ্যে নারী ২২৫ জন এবং পুরুষ ১৭৩ জন।

মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৯১ জন এবং রাজধানীতে ৩০৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯০৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৪২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৯০৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৩ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৩৯৮ জন। চলতি বছরের এ পর্যন্ত ৮৫ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৫৩ হাজার ৫৫০ জন এবং নারী ৩১ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ২৮০ জন।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাইতে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্টের ১৩ দিনে ৩৩ হাজার ৫৭৯ জন শনাক্ত এবং প্রাণহানি ১৪৭ জনের।

https://mzamin.com/news.php?news=69269