১ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৩:৩৫

১১ বছরের আগের মামলায় ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয় -সংগ্রাম
স্টাফ রিপোর্টার: আজ থেকে ১১ বছর আগের ২০১২ সালের উত্তরা পূর্ব থানার একটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ চার্জ গঠন করেন। এ সময় চার্জ থেকে অব্যাহতি দেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের পক্ষে শুনানিতে অংশ গ্রহণ করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড মুসলেহ উদ্দিন জসিম, সাবেক সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, এড এহসানুল মাহবুব জুবায়ের, এড রোকন রেজা, এড জিল্লুর রহমান আজমী,এড আবু বকর সিদ্দিক, এড আজমত হোসাইন,এড শামসুল ইসলাম আকন্দ, এড মোজাহিদ ইসলাম,এড এম আর মাসুদ,এড জহিরুল ইসলাম,এড শাকিল উদদীন প্রিন্স, এড আব্দুল হাই,এড মারুফুল ইসলাম, এড আক্তার ডালিম,এড কামাল উদ্দিন, এড ফয়সাল আমিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আইনজীবীরা সাংবাদিকদের জানান, বিগত ৯/১২/১২ তারিখে সকাল ৫:৩০ মি: বি আরটিসির ড্রাইভার মকবুল আহমদ বাদী হয়ে অত্র মামলা দায়ের করে। এ মামলায় মোট আসামী করা হয় ৪৬ জন সহ অজ্ঞানামা আরো ৫০/৬০ জন।

আইনজীবীরা বলেন, উনি একজন সজ্জন ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী এমবিবিএস ডাক্তার ও সাবেক বিসিএস ক্যাডার, জাতীয় নেতা জামায়াতে ইসলামীর আমির। শুধু মাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কথিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান সকাল বেলায় গাড়িতে ভাংচুর করবেন বা আগুন দিবেন আদালত তো দূরের কথা ‘পাগলেও বিশ্বাস করবে না। অত্র মামলার অভিযোগে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কোন সুস্পষ্ট অভিযোগ নেই, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে একটি মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে।

আইনজীবীরা জানান, এগার বছর আগের একটি পুরনো মামলায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতার দেখিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এ মামলায় দ্রুত বিচার করার জন্য রাষ্ট্রপক্ষ তড়িঘড়ি করছে। কিছু দিন পর পর দ্রুত তারিখ দেয়া হচ্ছে।

https://dailysangram.info/post/531429