২৯ জুলাই ২০২৩, শনিবার, ৮:৪০

বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কী বলছে

বাংলাদেশ পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। শুক্রবার বিরোধী দল বিএনপি’র কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র। বুধবার দেয়া বিবৃতির মতো প্রায় একই প্রতিক্রিয়া বৃহস্পতিবার আবারও দিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন- বিরোধী দল বিএনপি তাদের মহাসমাবেশ ২৭শে জুলাই থেকে ২৮শে জুলাই নিয়ে এসেছে। বিরোধী দল সহিংস অবস্থা সৃষ্টি করবে এমন অভিযোগে পাল্টা রাজনৈতিক সভা আয়োজন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলকে পাল্টা কর্মসূচিতে সুবিধা দিয়ে এবং বিরোধী দলের সমাবেশে বাধা সৃষ্টি করতে ওভারটাইম কাজ করছে রাষ্ট্রযন্ত্র। এর মধ্যে শুধু পুলিশই গ্রেপ্তার করেছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে। এমনটাই দাবি করছে বিরোধী দলগুলো।
শাসকগোষ্ঠী রাজপথে সহিংসতায় উস্কানি দিচ্ছে।

এর প্রেক্ষিতে বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এ বিষয়ে আগের দিন আমি কিছুটা বলেছি। পরিষ্কার করে বলেছি আমি। আবারও বলবো, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য অর্জনে আমরা সমর্থন দিই। এই লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর আমরা জোর দিই। অবশ্যই বিশ্বাস করি এই প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

https://mzamin.com/news.php?news=66968