২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ৬:২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক : যুক্তরাষ্ট্রের মুখপাত্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে ওয়াশিংটন ও ঢাকা একসাথে কাজ করছে। এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের অভিন্ন অগ্রাধিকার। প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা জানিয়েছেন এটি তাদের লক্ষ্য।

গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুখপাত্রের কাছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে দেয়া যৌথ বিবৃতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে পাঠানোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।

বেদান্ত প্যাটেল আরো বলেন, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে আমরা সমর্থন করি।

https://www.dailynayadiganta.com/first-page/765613