২৬ জুন ২০২৩, সোমবার, ১২:৩৬

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২১ জন দু’জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২১ জন রোগী শনাক্ত হয়েছেন। ১২১ জনের মধ্যে রাজধানীতে ১১০ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। একদিনে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন এবং এখন পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ২০০ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ এবং ১ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৯৭ জন এবং নারী ১০ হাজার ৬৬৪ জন।

https://mzamin.com/news.php?news=62110