১২ জুন ২০২৩, সোমবার, ৪:০২

নিয়োগ নিয়ে ইবি ভিসির আরো দুই অডিও ফাঁস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়োগ নিয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ আরো দুইটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘রক সালাম’ নামে ফেসবুক আইডি থেকে গত শুক্রবার ও শনিবার এ অডিও দু’টি পোস্ট করা হয়। এতে বিশ^বিদ্যালয়ের ফাইন আর্টস, মার্কেটিং ও মেডিক্যাল সেন্টারের নিয়োগ নিয়ে কথা বলতে দেখা যায় ড. সালামকে (?)। তবে অপরপ্রান্তে থাকা ব্যক্তির কথা শোনা যায়নি। এর আগে পৃথক তিনটি ফেসবুক আইডি থেকে অন্তত ১০টি অডিও ভাইরাল হয়।
‘রক সালাম’ আইডি থেকে ভাইরালকৃত সর্বশেষ অডিওতে ভাই সম্মোধন করে এক ব্যক্তির সাথে নিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে শোনা যায় ড. সালামকে (?)। এ সময়ে তিনি বলেন, ‘ফাইন আর্টসের ওটা করে দিতে পেরেছি। সিন্ডিকেট পর্যন্ত কাউকেই কিছু করার দরকার নেই। সিন্ডিকেটে চূড়ান্ত হবে। আজকে সকালে দেখলাম যে মার্কেটিংয়ের একটা ইয়ে পাঠিয়েছিলেন। ওটা তো কালকে সিদ্ধান্ত হয়ে গেছে। সোজা কথা, আমি আপনার ক্লিয়ারেন্স ছাড়া এখানে কাউকে নিয়োগ দিব না।’

এ ছাড়া আরেকটি অডিওতে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের নিয়োগ নিয়ে আলোচনা করতে শোনা যায় তাকে। এতে তিনি বলেন, ‘আমরা কিন্তু মেডিক্যালেরটা ডিসিশন নেইনি। একটা সুযোগ তৈরি হচ্ছে ওর জন্যই নেইনি। ৭ তারিখের ভেতরেই, না এ মাসের ভেতরেই আরেকটা অ্যাড. আছে ওইটাতে যেন অ্যাপ্লাই করে দেয়। একটা তো (অস্পষ্ট) আমাকে এখানে একটা একোমোডেট করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, ‘আমি কারো কথায় চাকরি দেই না। মেধার বাইরে আমি কিছু করি নাই, করব না। আর টাকা-পয়সা খাওয়া এসব জিনিস আমার চিন্তার বাইরে। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই।’

https://www.dailynayadiganta.com/last-page/754791