নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার সামগ্রী পৌঁছেছে। ছবিটি গতকাল শনিবার শহরের মরগ্যান স্কুল এন্ড কলেজ থেকে তোলা -সংগ্রাম
১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ৭:০২

নাসিক নির্বাচন আজ শঙ্কায় ভোটাররা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে এ আশ্বাসে আশ্বস্থ নন ভোটরা। তাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। এ নির্বাচনে মুলত প্রধান দুই মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারকে নিয়েই বেশী আলোচনা রয়েছে। জানা গেছে, নাসিক নির্বাচনে ভোটার সংখ্যা সোয়া পাঁচ লাখ। ভোট নেয়া শুরু হবে সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ২০১১ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সিটির নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচটি রাজনৈতিক দল ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন প্রার্থী। সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৩২ জন এবং ২৭টি সাধারণ আসনের কাউন্সিলর পদে লড়ছেন ১৪৮ প্রার্থী। তবে মেয়র পদে সাত প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে।

এই দুই প্রার্থীর মধ্যে তৈমূর সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এবং আইভী নারায়ণগঞ্জ শিশুবাগ স্কুল কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

নাসিক নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে। ভোটের দিন ও ভোট গ্রহণের পরদিন পর্যন্ত প্রতি সাধারণ ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫-২০ জন সদস্য নিয়োজিত থাকবে। পুলিশের ষ্ট্রাইকিং ফোর্স ২৭টি, পুলিশের মোবাইল টিম ৬৪ টি,প্রতিটি টিমে পুলিশ সদস্য ৫জন, প্রতি কেন্দ্রে পুলিশ ৫জন এর মধ্যে একজন এসআই। আনসার ৮ মহিলা আনসার ৪জন। বিজিবি থাকছে ১৪ প্লাটুন,আরো ৬ প্লাটুনের জন্য ডিসির চাহিদা পত্র দেয়া রয়েছেন। র‌্যাবের ষ্ট্রাইকিং ফোর্স ৩টি চেক পোষ্ট ৬টি টহল টিম ৭টি ষ্ট্যাটিক ২টি থাকছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, আমরা ভোটের সব সরঞ্জাম পৌঁছে দিয়েছি। নাসিক নির্বাচনে ১৯২টি কেন্দ্রকেই আমরা গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে আমলে নিয়েছি। ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবে। প্রতি কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ জন সদস্য। এ ভোটে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য যা যা করার নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নাসিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ভোটের দিন আমাদের মোট ৩০ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। পুলিশের ৭৫ টি ও র‌্যাবের ৬৫ টি টিম মাঠে থাকবে। বিজিবিও আমাদের সঙ্গে কাজ করবে। নির্বাচনের জন্য যারা থ্রেট হতে পারেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত, ফোনে বা অন্য কোনো মাধ্যমে কোনো অভিযোগ পাইনি। আমাদের ইলেকশনের রুটিন ওয়ার্ক করছি। াগি আসামিরে বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হয়েছে। বহিরাগতদের প্রশ্নের উত্তরে ডিসি বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের কথা জানি না, সেটা সরকারি প্রতিষ্ঠান নয়। এছাড়া কোনো সরকারি বাসস্থানে প্রশাসনের লোক ছাড়া কাউকে স্থান দেওয়া হয়নি। সব সেন্টারকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।’

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটের দিন কোনো বহিরাগতকে শহরে প্রবেশ করতে দিব না। ভোটের দিন নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেব। যারা কাল শহরে বের হবেন, আপনারা পরিচয়পত্র নিয়ে বের হবেন। কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা ছাড় দেব না।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে এসপি বলেন, কেউ যেন নির্বাচনের উৎসব ও আমেজের পরিবেশ নষ্ট অথবা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানেই থাকব। মা-বোনেরাসহ যারা আছেন, আপনারা সকলে ভোটকেন্দ্রে আসবেন। কেউ বাধা দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

 

https://dailysangram.com/post/477665