করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকির কারণে অনলাইনে পরীক্ষা নেওয়াসহ বিভিন্ন দাবিতে শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-
৯ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:০৩

পাঁচ দাবিতে সড়ক অবরোধ বুটেক্স শিক্ষার্থীদের

করোনা পরিস্থিতি বিবেচনায় হল বন্ধ করা, সশরীরে পরীক্ষার আয়োজন বাতিলসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে দাবি বিবেচনার আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে পাঁচ দফা দাবি নিয়ে তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন। তখন তাদের ফিরিয়ে দেওয়া হয়। দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শিক্ষার্থীদের জানিয়ে দেন, 'করোনা যার হবে, দায়ভার তাকেই বহন করতে হবে।' এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে তারা সকাল ১১টায় ক্যাম্পাসের সামনের তেজগাঁওয়ের মূল সড়ক অবরোধ করেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, করোনা বাড়তে থাকায় শিগগির হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আমরা আর সেশনজট বাড়াতে চাই না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দ্রুত অফলাইনের বিকল্প পদ্ধতিতে পরীক্ষাগুলো দিতে চাই। সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে হল বন্ধ করেও যথাসময়ে অনলাইনে পরীক্ষা দিতে চাই।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক ছিল।

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম বলেন, ১১ জানুয়ারির পরীক্ষা মৌখিকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা অফলাইনে নাকি অনলাইনে হবে, সেটি নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত জানাব।

https://www.samakal.com/todays-print-edition/tp-khobor/article/2201140140