৫ জানুয়ারি ২০২২, বুধবার, ৬:৩২

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ

হঠাৎ করে চট্টগ্রামে বেড়ে গেছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ৩৫ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই হার গেল দুইদিনের তুলনায় দ্বিগুণ বেশি। গতকাল সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪টি ল্যাবে ১১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩৩ জন নগরী ও ২ জন মফস্বলের বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ৭১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৪ হাজার ৩৩৩ জন নগরীর এবং ২৮ হাজার ৩৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রামে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী মানবজমিনকে বলেন, ‘করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর মানুষ একটু অসচেতন হয়ে উঠেছিল।

অধিকাংশের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই। কোথাও স্বাস্থ্যবিধি নেই। সেসব কারণে সংক্রমণ বাড়ছে। তাই বড় বিপদ আসার আগে আমাদের সাবধান হয়ে যেতে হবে।’

https://mzamin.com/article.php?mzamin=309911&cat=3