৪ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৬:১৮

ক্লাসের পুরো সেট বই পাচ্ছে না শিক্ষার্থীরা

কোনো ক্লাসের পুরো সেট বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কোনো কোনো ক্লাসের অর্ধেক কিংবা তারও কম বই দেয়া হচ্ছে তাদের। আবার নতুন ক্লাস হিসেবে ষষ্ঠ শ্রেণীর সব বই দেয়ার নির্দেশনা দেয়া হলেও সেখানেও পুরো সেট বই দেয়া সম্ভব হচ্ছে না। অনেক স্কুলে এখনো সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো বই পৌঁছেনি বলেও অভিভাবকরা জানিয়েছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, বছরের শেষভাগে এসে বেশি চাপ থাকায় ষষ্ঠ শ্রেণীর এবং নবম শ্রেণীর বই অগ্রাধিকার দিয়ে ছাপার কাজ করা হচ্ছে। তাই অন্যান্য শ্রেণীর কিছু বই পরে ছাপতে দেয়া হয়েছে। সেই কারণেই মূলত সব ক্লাসের সব বই শিক্ষার্থীরা পাচ্ছে না। তবে এই সমস্যা সাময়িক। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সব বই ছাপা শেষ হয়ে যাবে। তখন সবাই পুরো সেট বই হাতে পাবে।

সূত্র আরো জানায়, সরকার এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৫ কোটি বই ছেপেছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৭৭৪টি আর মাধ্যমিকের ২৪ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৫৬টি বই আছে। এনসিটিবির দেয়া তথ্য মতে ইতোমাধ্যে প্রাথমিকে ৯ কোটি ২৭ লাখ ৬২ হাজার ২৩২ এবং মাধ্যমিকে ২১ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৫৫ বই সরবরাহ করা সম্ভব হয়েছে। এ হিসাবে প্রাথমিকে ৭০ লাখ ৯৬ হাজার ৫৪২ এবং মাধ্যমিকে ২ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৭০১টি বই সরবরাহ করা সম্ভব হয়নি।

এনসিটিবির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মশিউজ্জামান এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত মাধ্যমিকের প্রায় পৌনে দুই কোটি বই ছাপার কাজ চলছে। এ কারণে অনেক স্কুলে সব বই দেয়া সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে এসব বই তৈরির কাজ শেষ হবে। আগামী ৭ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই দেয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি। এ দিকে রাজধানীর অনেক স্কুলেই খোঁজ নিয়ে জানা গেছে, কিছু শিক্ষার্থী এখনো সব বই তারা হাতে পায়নি। যেমন সপ্তম শ্রেণীর ১৪টি বইয়ের মধ্যে কোনো কোনো স্কুলে দেয়া হয়েছে মাত্র আটটি বই। তবে বেশির ভাগ স্কুলে ষষ্ঠ শ্রেণীর একটি বা দু’টি বই ছাড়া বেশির ভাগ বই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছেছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা গেছে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর সব বই অনেক স্কুলে এসে পৌঁছেনি। শিক্ষার্থী ও অভিভাবকদের ৭ জানুয়ারির পর স্কুলে এসে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্য দিকে স্কুলে এসে বই না পেয়ে কয়েক দফায় ফেরত গেছেন শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক অভিভাবক। ক্ষোভ প্রকাশ করে এক অভিভাবক জানান, আমাদের পয়লা জানুয়ারিতে ফেরত দেয়া হয়েছে। বলা হয়েছে দু’দিন পর বই দেয়া হবে। আজ (সোমবার) স্কুলে এসে জানতে পারলাম বই দেয়া হবে না। আগামী সপ্তাহে যোগাযোগ করতে বলা হয়েছে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও রুটিন করে ভিন্ন ভিন্ন দিনে ক্লাসভিত্তিক পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে এই প্রতিষ্ঠানটিতেও সব বই পৌঁছায়নি। নবম শ্রেণীর এক ছাত্রী জানায়, তারা মাত্র ছয়টি বই পেয়েছে। এর মধ্যে আছেÑ বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্যারিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষা।

তবে একই এলাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে আবার নবম শ্রেণীতে পুরো সেট বই পাওয়া গেছে। শিক্ষার্থীদের নতুন বই বিতরণ ও পুরো সেট বই না পাওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়, মুদ্রণ ঘাটতির কারণে সব বই সব স্কুলে পৌঁছেনি। তবে মাউশির নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে বই বিতরণ করা হবে।

https://www.dailynayadiganta.com/first-page/634161