১৪ জুন ২০২০, রবিবার, ৪:০৪

ঢাবির আজকের সিনেট অধিবেশনে থাকছেন না দুই প্রোভিসি-ট্রেজারার

ভিসির বিরুদ্ধে একক সিদ্ধান্তের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিধাবিভক্তির ভেতরে আজ অনুষ্ঠিত হচ্ছে সিনেট অধিবেশন। করোনা মহামারী বিবেচনায় রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আজ রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন হবে। সিনেটের চেয়ারম্যান ও ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। এ দিকে ভিসির বিরুদ্ধে একক সিদ্ধান্তের অভিযোগে এনে অধিবেশন বর্জন করছেন দুই প্রোভিসি। অন্য দিকে করোনায় বাজেট প্রণয়নে অপারগতা প্রকাশ করে ছুটি চেয়েছেন কোষাধ্যক্ষ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ¯œায়ুযুদ্ধ চলছে। এর আগেও ভিসি-প্রোভিসিদের মধ্যে অনৈক্য দেখা গেছে।

আজকের সিনেট অধিবেশনে দুই প্রোভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো: কামাল উদ্দীনসহ অনেক সদস্যই যোগ না দেয়ার কথা জানিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। ভিসির পছন্দের কয়েকজন সিনেট সদস্যকে সিন্ডিকেটে মনোনয়ন দিতেই তড়িঘড়ি করে ভিসি একক সিদ্ধান্তে এ অধিবেশন ডেকেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট ও ডিনস কমিটির সভায় দুই প্রোভিসি এবং অনেক সদস্যই উপস্থিত ছিলেন না। তবে তাদের অভিযোগ অস্বীকার করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অধিবেশনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

অধিবেশন বিরোধী শিক্ষকদের অভিযোগ, প্রতি বছর জুন মাসের শেষের দিকে সিনেটের অধিবেশন ডাকা হয়। এর অন্যতম আলোচ্যসূচি থাকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট উত্থাপন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা হয় অধিবেশনে। তবে এ বছর সিনেট অধিবেশন ডাকা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন হয়নি। এ ছাড়া বাজেট প্রণয়নের পর সেটি ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটে অনুমোদনের পর সিনেটে উত্থাপন করা হয়। যদিও গত বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাজেট উত্থাপন করা হয়নি।

চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে সভায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। তিনি বলেন, এ অধিবেশনটি বাজেট নিয়ে হওয়ার কথা ছিল। অথচ এখনো বাজেট প্রণয়নই হয়নি। এমনকি ট্রেজারার জানিয়েছেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আয়-ব্যয়ের হিসাবও হয়নি। এ অধিবেশনের বিষয়ে আমাদের সাথে আলোচনাও করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, এর আর কোনো কারণ নেই। কারণ হলো, ভিসি চান শিক্ষক ক্যাটাগরি ও বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে সিন্ডিকেটে মনোনয়ন দেয়া। বাজেট প্রণয়নে অপারগতা জানিয়ে ভিসিকে দেয়া চিঠিতে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন জানিয়ে দেন যে এ সময়ের মধ্যে বাজেট প্রণয়ন সম্ভব নয়। তিনি চিঠিতে বলেন, ‘বাজেটের বিষয়টি জরুরি মনে করলে, আমি সাময়িক ছুটি নিতে পারি, উপাচার্য মহোদয় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।’

একইভাবে চিঠি দিয়ে সভায় অংশ না নেয়ার কথা জানিয়েছেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ভিসি স্যার আমাদের সাথে আলাপ-আলোচনা ছাড়াই এ অধিবেশন আহ্বান করেছেন। এ পর্যন্ত কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশন ২৯ জুনের আগে হয়েছে বলে আমার জানা নেই। আর এ বছর এখন বাজেটের কাজই শেষ হয়নি। তাই চিঠি দিয়ে সভায় অংশ না নেয়ার কথা জানিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত ২০১৯-২০ অর্থবছরে ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট পেশ করা হয়। গত বছরের ২৬ জুন বাজেট পেশ করা হয়, ২৭ জুন এর অনুমোদন দেয়া হয়।

এ দিকে তড়িঘড়ি করে এবং একক সিদ্ধান্তে অধিবেশন আয়োজন করার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। তিনি বলেন, গত ১৩ মে আগামী ২০২০-২১ অর্থবছরের সিনেট অধিবেশনের কথা জানিয়ে সবাইকে চিঠি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় তবে সব ধরনের নিয়ম-নীতি মেনেই সিনেটের অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনটি সাধারণত ২০ তারিখের পর হয়। এ বছর এগিয়ে আনার একটি বিশেষ কারণ রয়েছে। সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। এরপর সভা হলে আমরা তাদের সম্মান জানাতে পারব না, ধন্যবাদ দিতেও পারব না। তাই সহকর্মীদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতেই অধিবেশন এগিয়ে আনা হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/508251/