৮ জুন ২০২০, সোমবার, ১১:০৩

করোনাভাইরাস

বিশ্বে আক্রান্ত ৭০ লাখ ছাড়াল

আজ থেকে ভারতে খুলছে অফিস শপিংমল ও রেস্তোরাঁ * পর্যটকদের জন্য শ্রীলংকা খুলছে ১ আগস্ট * দক্ষিণ কোরিয়ায় ফের ভয়াবহ সংক্রমণ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে ৭০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ১৪৭ দিনে ২১৩টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস কেড়ে নিয়েছে ৪ লাখের বেশি প্রাণ। সর্বশেষ দু’মাসেই পশ্চিমা দেশগুলোতে মারা গেছেন তিন লাখ ২০ হাজার মানুষ। বর্তমানে ওইসব দেশে করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও বেড়েছে এশিয়ায়। ভারত ও পাকিস্তানে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। এরপরও অর্থনীতি বাঁচাতে আজ থেকে ভারতে খুলে দেয়া হচ্ছে অফিস, শপিংমল, রেস্তোরাঁ ও উপাসনালয়। খুলছে দিল্লির সীমান্তও।

এদিকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস ট্র্যাকার অনুযায়ী, শনিবার রাতে স্পেনকে পেছনে ফেলে করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাঁচে উঠে এসেছে ভারত। তবে আরেক ট্র্যাকার ওয়ার্ল্ডওমিটারে ভারতের অবস্থান এখনও ছয়ে। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী ভারতে কোভিডে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৪৫৪ জন আর স্পেনের ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় রোববার রাত ১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৪৬ হাজার ৯৯২ জন। মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ৫৬৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৩ হাজার ৭৬২ জনের। সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৪২ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৭৭ জন, মারা গেছেন ৪ হাজার ২৫৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৮১৯ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭১ জনের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭০৬ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১০ জনের। দেশটিতে মোট করোনায় আক্রান্ত ৬ লাখ ৭৮ হাজার ৩৬০ জন, মারা গেছেন ৩৬ হাজার ৭৮ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩ জন, মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৫৯ জনের। চতুর্থ স্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৮ হাজার ৬৩০ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন। এরপর যুক্তরাজ্যে মোট আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন, মারা গেছেন ৪০ হাজার ৫৪২ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ৮৯৯ জন।

দক্ষিণ কোরিয়ায় ফের ভয়াবহ সংক্রমণ : দক্ষিণ কোরিয়ায় শনিবার আবারও ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশই ঘনবসতিপূর্ণ সিউলের। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়াল। গেল শুক্রবার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৭৬ জন। তবে ১ জুনের পর নতুন করে আর কেউ মারা যাননি দেশটিতে, বর্তমানে মোট মৃত্যু ২৭৩ জনের।

পর্যটকদের জন্য শ্রীলংকা খুলছে ১ আগস্ট : পর্যটকদের জন্য সুখবর দিল শ্রীলংকা। নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ‘সফল’ দাবি করে ১ আগস্ট থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলছে দেশটির বন্ধ দুয়ার। আগস্টের প্রথম দিন থেকে শ্রীলংকায় যেতে পারবেন সব দেশের পর্যটকরা। বৈশ্বিক মহামারীর কারণে গত মার্চ থেকে সব বিমানবন্দর বন্ধ রেখেছিল দেশটি। শনিবার এক বিবৃতিতে শ্রীলংকা পর্যটন জানায়, বৈশ্বিক স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

https://www.jugantor.com/todays-paper/first-page/313531/