১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ৬:৪২

রংপুরে বক্সখাটের ভেতরে মিলল তেলের ‘খনি’

ডিবি’র অভিযানে টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

রংপুর মহানগরীর পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল।

বুধবার রাত পৌনে ১১টায় হানিফ মিয়ার বাড়ির বক্স খাটের ভেতরে সারিবদ্ধ করে রাখা টিসিবির ২ লিটারের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল খুঁজে পান গোয়েন্দারা (ডিবি)। এ সময় হানিফ মিয়া ছাড়াও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এগুলো ন্যায্যমূল্যে বিক্রির কথা ছিল। রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠকের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্প্রতি প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। তাদের বাঁচিয়ে রাখতে সরকার টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু রংপুর নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছে। এ চক্রটির বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ।

ওই বাসার ভেতরে অভিনব কায়দায় বক্স খাটের ভেতরে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা ১২৩৮ লিটার সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা।

অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসার মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। তবে টিসিবির যে ডিলার সরকারি এ পণ্য তাদের কাছে কালোবাজারে বিক্রি করেছেন তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা উত্তম প্রসাদ বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে কালোবাজারে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা অনুসন্ধান করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানিয়েছেন, গত ৭ দিনে রংপুরে টিসিবির প্রায় ৩০ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে ডিবি পুলিশ।

বহিষ্কৃত যুবলীগ নেতা আজমল গ্রেফতার : এদিকে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে ডিলার ও রংপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি আজমল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকালে নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে তাকে গ্রেফতার করে। তার ডিলারশিপও বাতিল করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে শুক্রবার নগরীর পশ্চিম খাসবাগে অভিযান চালিয়ে ব্যবসায়ী আবদুল হালিমকে (৬২) গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে টিসিবির ১০৮ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন উদ্ধার করা হয়।

পরদিন শনিবার বোতলা বৈশাখী ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী লুৎফর রহমানের বাড়ি থেকে টিসিবির আরও ৫ লিটার ওজনের ৭ কার্টন ও ২ লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজির দুই বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় লুৎফুর রহমানকেও গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার করা এসব পণ্য ডিলার আজমল উদ্দিনের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মজুদ করে রেখেছিলেন তারা। আজমলের বিরুদ্ধে দুটি মামলা করেছে ডিবি পুলিশ। টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের কার্যনির্বাহী (অফিস প্রধান) সুজা উদ্দৌল্লা সরকার বাদী হয়ে মামলা করেন। যুবলীগের ওয়ার্ড সভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

https://www.jugantor.com/todays-paper/first-page/298881