১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৪:০১

ত্রাণের চাল আত্মসাৎ: চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা * ২৭শ’ বস্তা চাল জব্দ * ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১৩

ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া ৫ ইউপি সদস্য ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭শ’ বস্তা চাল জব্দ করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫ জনের ডিলাপরশিপ।

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি বাজারে ওজন কম দেয়ার ঘটনা ভিডিও করতে গেলে আনন্দ টেলিভিশনের গাজীপুর পূর্ব প্রতিনিধি মো. খোরশেদ আলমকে মারধর করা হয়।

সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।

সাময়িক বরখাস্ত সদস্যদের মধ্যে রয়েছেন- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল মিয়া, ভোলার লালমোহন উপজেলার ১ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ওমর এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েল মিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ অথবা ভিজিডির চাল আত্মসাৎ অথবা জাটকা আহরণ বিরত থাকা জেলেদের জন্য সরকার প্রদত্ত খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎসহ নানাবিধ কারণে গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

একই সময় পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়।

যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি বাজারের সুবাস সাহার সিমেন্টের দোকান থেকে বুধবার ভিজিডির ৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে সুবাস সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নাকসি বাজারে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে লিটন শিকদার ও পরিতোষ কুণ্ড নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে সরকারি ত্রাণের চাল বাড়িতে রাখার অভিযোগে লিপি বেগম নামে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বগাবন্দরে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৪২ টন (১৪শ’ বস্তা) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় শাহাজাহান হাওলাদার নামে এক চাল ব্যবসায়ী ও জয়নাল চৌকিদারকে গ্রেফতার করা হয়েছে।

নলছিটি (ঝালকাঠি) : কার্ড বিতরণে অনিয়ম পাওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম সোহাগ খানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গৌরনদী (বরিশাল) : অনিয়মের অভিযোগ পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতার ব্যক্তিরা হল- ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্ত (৪৫) ও চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা। তাদের ৬ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠিতে সরকারি আড়াই টন চাল জব্দের ঘটনায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের নামে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করা হয়েছে।

পটুয়াখালী ও দক্ষিণ : মির্জাগঞ্জ উপজেলায় চাল ওজনে কম দেয়ায় ৫নং কাঁকড়াবুনিয়া ইউপি সদস্য মো. আবদুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাপাসিয়া (গাজীপুর) : উপজেলার চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসা. বিলকিছের বাসা থেকে ৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিমোহনী বাজারে মোহাম্মদ জুয়েল হোসেন ওজনে কম দেয়ায় ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়।

ডিলার মাসুদ আনন্দ টেলিভিশনের গাজীপুর পূর্ব প্রতিনিধি মো. খোরশেদ আলমের ক্যামেরা, ল্যাপটপ ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা করা হলে পুলিশ চারজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হল মাসুদ সরকার, আল আমিন আহমেদ হৃদয়, মাসুম সিকদার ও সাগর দাস।

বরিশাল : হিজলার হরিণাথপুরে চাল আত্মসাতের ঘটনায় একজনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।

বরগুনা : বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবিরের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ ৩১ টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ৩০ জন জেলে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার পর তদন্ত কমিটি করা হয়েছে।

বগুড়া : বগুড়ার গাবতলী থানা পুলিশ ৬২ বস্তা চাল উদ্ধার ও হেফাজতে রাখায় দুই ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জন হল- উজগ্রাম মগরাপাড়া গ্রামের রুবেল মিয়া (৩০) ও একই গ্রামের মোয়াজ্জেম নজরুল ইসলাম (৩৮)। এদিকে চাল আত্মসাতের চেষ্টা প্রমাণিত হওয়ায় মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এদিকে শিবগঞ্জে ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শরীফুল ইসলামের ভাতিজা এবং ডিলার মো. আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

ভোলা, দৌলতখান ও মনপুরা : ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহনে ও মনপুরায় বুধবার দুপুর পর্যন্ত দুই দিনে ৬০ বস্তা সরকারি চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। তারা হল- দৌলতখান চরখলিফা ইউনিয়নের জুয়েল ও তার ভাই কচি এবং মনপুরা হাজিরহাটে কাওসার (২৮), দোকানদার আলী আজগর ও হারুন অর রশিদ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ভাতিজা গিয়াস উদ্দিন ডেলিস এবং লোকনাথপুর গ্রামের আবদুস সাত্তারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তাদের জামানতও বাজেয়াপ্ত করা হয়।

নওগাঁ : মঙ্গলবার গভীর রাতে নওগাঁ সদর উপজেলার আওয়ামী লীগ নেতা আবদুর রউফের মল্লিকপুর গ্রামের বাড়ি থেকে ১৭০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পিরোজপুর ও কাউখালী : অনিয়মের অভিযোগে কাউখালীতে ডিলার মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও ১ লাখ ২২ হাজার ৬৪২ টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লা : সরকারি চাল বিক্রির দায়ে কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদকে ৫০ হাজার টাকা এবং মনির হোসেন নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়নে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বুধবার ওএমএসের প্রায় ১ টন (২৭ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। একটির নাম্বার ময়মনসিংহ-হ-১২-০১৫৩, অন্যটির নাম্বারবিহীন যার কোনো কাগজপত্র নেই।

গৌরীপুর (ময়মনসিংহ) : ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান পল্লবের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাতপুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ : মানিকঞ্জের সিংগাইর উপজেলার ৬ বস্তা চাল মজুদ রাখার অভিযোগে জামির্ত্তা ইউনিয়নের ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলায় ৪৬ বস্তা চাল গোপনে পাচারকালে জব্দ করা হয়েছে।

পাবনা : পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদারকে ২২৯ বস্তা ত্রাণের চালসহ আটকের ঘটনায় দল ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার পক্ষ নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল বাতেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক দলটির কেউ না বলে জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। ১ এপ্রিল গাড়িভর্তি ত্রাণের ১২৫ বস্তা ত্রাণের চাল তার বাসা থেকে উদ্ধার করা হয়।

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২ টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে।

https://www.jugantor.com/todays-paper/first-page/298565