১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৩:২৮

বিভিন্ন স্থানে ৭ জনকে সাজা, আটক ১০: আরও ৮শ’ বস্তা চাল জব্দ

অনেক ডিলারের লাইসেন্স বাতিল * বগুড়ায় ডিলারের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা

খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) চাল কালোবাজারে বিক্রি, আত্মসাৎ, ওজনে কম দেয়া ও অবৈধ মজুদ থামছে না। করোনার এই দুঃসময়ে চাল চোরদের রুখতে গত কয়েক দিন ধরেই স্থানীয় প্রশাসন জেল-জরিমানা করেছে। সোমবারও হবিগঞ্জ, নড়াইল, দিনাজপুরের বিরামপুর ও বান্দরবানসহ বিভিন্ন স্থানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আটক করা হয়েছে ১০ জনকে।

এদের বেশির ভাগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনেক ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। অনেককে সতর্ক করা হয়েছে। এদিন প্রায় ৮০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে দুদক মামলা করেছে। চাল আত্মসাতের ঘটনায় এটি দুদকের প্রথম মামলা। অনেক জায়গায় মানুষ চাল না পেয়ে ফেরত এসেছেন। কিছু কিছু জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে ওএমএসের সরকারি চাল ওজনে কম দেয়ায় এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ওএমএসের ডিলারশিপ বাতিল করা হয়। দণ্ডপ্রাপ্ত ডিলার নজরুল ইসলাম খান উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নড়াইল : নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের বিষ্ণুপুরে ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ায় ডিলার আসাদুজ্জামানকে দুই মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার ডিলারশিপও বাতিল করা হয়েছে।

বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর উপজেলা দিওড় ইউনিয়নে ছয় বস্তা চাল ডিলারের গুদাম থেকে পাচারের সময় জনতা আটক করেছে। ঘটনার সাথে জড়িত থাকায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারের ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বান্দরবান : বান্দরবানের রুমায় খোলা বাজারের চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারসহ ২ জন গ্রেফতার করা হয়েছে। এ সময় এ ঘটনায় চালের ডিলার ও রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব সিকদারকে এক মাস ও ক্রেতা মুদি দোকানদার শাহানেওয়াজকে ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশ ছয়টি বস্তায় ২৮৭ কেজি চাল উদ্ধার করে।

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাল চুরি করে বিক্রির সময় প্রায় ৫০০ কেজি চালসহ সাঘাটার পদুমশহর বাজার নয়াবন্দর বাজার এলাকা থেকে মজদার রহমান নামে একজনকে পুলিশ গ্রেফতার করে। তিনি ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী।

কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩৯ বস্তা সরকারি চাল বিক্রি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিখিল চন্দ্র সরকার (৫৫) নামে এক চাল ডিলার ও নাছির উদ্দিন (৪৫) নামে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিকগঞ্জ ও সিংগাইর : চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে সিংগাইরে এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। আবু বকর সিদ্দিক নামে ওই ডিলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিও।

বরিশাল : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় যাদের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্লিপ দিয়েছেন তারাই এই চাল নিতে পেরেছেন। একই অবস্থার সৃষ্টি করেছিলেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ায় তাকে সতর্ক করা হয়। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, কাউকে কোনো স্লিপ দেয়া হয়নি।

বগুড়া : বগুড়ায় ৭১০ কেজি চাল আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের ডিলার মশিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ মামলা করেন। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন তার ডিলারশিপ বাতিল করেছে।

যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় ৬৫২ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির মামলায় চারজনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাফায়েত হোসেন নামে একজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। সোমবার আদালতে এই চার্জশিট দিয়েছেন খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই জুম্মান খান।

জামালপুর : জামালপুরে ট্রাক আটকিয়ে ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এরা হল- রফিক (৫০), খোরশেদ আলম (২৫), জীবন (২৩), আমির আলী (৩৫) ও সলিমুদ্দিন (২৮)।

মুলাদী (বরিশাল) : মুলাদীতে নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে হতদরিদ্র জেলেদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে চাল বিক্রির সময় ওজনে কম দেয়ায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে তার লাইন্সেসও বাতিল করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে ওজনে কম দেয়ার অপরাধে রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে ৩২২ বস্তা ত্রাণের চাল আড়তে বিক্রি করা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

পাবনা : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চাল চুরির ঘটনায় অভিযুক্ত ডিলার মো. আসলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গৌরীপুর (ময়মনসিংহ) : চালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রামগোপালপুর ইউনিয়নের সুবিধাভোগীরা। তাদের অভিযোগ ৫৩৫ জনের বরাদ্দ করা ১৬ হাজার ৫০ কেজি চাল ডিলার কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় মেরং মেরং বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় চাল ক্রয় করার অপরাধে দেলোয়ার হোসেন দুলু নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন চালের ডিলার ও মেরং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।

মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে সরকারি চাল বিক্রির অভিযোগে ভাস্কর দাশ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যরহাট বাজারে এ ঘটনা ঘটে।

https://www.jugantor.com/todays-paper/last-page/298128