১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৩:২৮

গার্মেন্টে বকেয়া বেতন: শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল সাভার-উত্তরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও সিংগাইর হেমায়েতপুর সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। সকাল ১০টা থেকেই শত শত শ্রমিক সভারের সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এছাড়া প্রায় একই সময়ে একই দাবিতে রাজধানীর উত্তরায়ও রাস্তায় নেমে আসেন শ্রমিকরা, ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। আগের দিনও একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন গার্মেন্ট শ্রমিকরা। খবর প্রতিনিধিদের।

সাভার : বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে হেমায়েতপুরের তেঁতুলঝরা এলাকার রাকেব অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৪ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমিনুল ইসলাম, শাহিনা আক্তারসহ কারখানার একাধিক শ্রমিক জানান, রাকেফ অ্যাপারেলস ৩ মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধে টালবাহানা করে আসছে। কিন্তু করোনার ছুতোয় ১৪ তারিখে বেতন দেয়ার কথা বলে ছুটি ঘোষণা করে। কিন্তু বেতন দেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিনভর বিক্ষোভ শেষে বিকালে শ্রমিকরা রাস্তা ছেড়ে বাড়িতে ফিরে যান।

কারখানার শ্রমিক শেফালী আক্তার বলেন, কর্তৃপক্ষ ৩ মাসের বেতন আটকে রেখেছে। আমার ৩ মাসের ঘর ভাড়া বাকি। দোকানে অনেক টাকা পাওনা। ঘরে চাল নেই, ডাল নেই, বাচ্চাদের খাবার নেই। হাতে নগদ টাকাও নেই। রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ নেই। সামাজিক দূরত্ব বজায় না রেখে সড়ক অবরোধ নিয়ে জানতে চাইলে বিক্ষুব্ধ শ্রমিক আকলিমা আক্তার বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণের ভয় আমাদের মধ্যেও রয়েছে। আমাদের বাসায় থাকার কথা। কিন্তু আমরা অনাহারে-অর্ধাহারে আছি। করোনায় আক্রান্ত হয়ে মরতে প্রস্তুত কিন্তু করোনার ভয়ে ঘরের মধ্যে না খেয়ে মরতে চাই না।

কারখানাটির মানবসম্পদ কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রায় ৬ মাস আগে মালিকপক্ষ গোপনে কারখানাটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে শ্রমিকদের ৩ মাসের বেতনও আটকা পড়েছে। বর্তমানে শ্রমিকরা ৮ কোটি টাকা পাবেন। এ টাকা না দেয়ার জন্যই টালবাহানা চলছে। বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজ বলেন, এ কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের ঘরে খাবার নেই। করোনা তো পরে, এদের না খেয়েই মারা যেতে হবে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়ে কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি ৩০ এপ্রিল শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার কথা। নির্ধারিত সময়ে টাকা না দিলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারখানার মালামাল নিলামে বিক্রি করে শ্রমিকদের টাকা দেয়া হবে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উত্তরা : রাজধানীর উত্তরা আজমপুর এলাকায়ও বকেয়া বেতন-ভাতার দাবিতে টেক্স টেইলার্স গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১০টার দিকে তারা উত্তরা আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারখানার অপারেটর কামাল উত্তরা প্রতিনিধিকে বলেন, কারখানা শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া। মালিকপক্ষ বেতন নিয়ে নানা টালবাহানা করছে। শেষ পর্যন্ত করোনার অজুহাতে বেতন না দিয়েই কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা বাধ্য হয়েই রাস্তায় নামেছি। টেক্সটেইলার্স পোশাক কারখানার মালিক পক্ষের লোক মো. আবদুল্লাহ জানান, ২০ এপ্রিল বেতন দেয়ার কথা বলেছি, কিন্তু তারা তা মানছেন না। গত ৪ বছর ধরেই প্রতি মাসের ২০ তারিখে বেতন দিয়ে আসছি। উত্তরখান থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ ২০ তারিখে বেতন দেয়ার কথা বলছে, কিন্তু শ্রমিকরা মানছেন না। উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে- সমাধান আসবেই। এদিকে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

https://www.jugantor.com/todays-paper/last-page/298126/