১৩ এপ্রিল ২০২০, সোমবার, ৪:৫০

সেনাবাহিনীর তত্ত্বাবধানে চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন চায় জামায়াত

সেনাবাহিনীর তত্ত্বাবধানে চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন এবং দুর্নীতি ও আত্মসাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, ত্রাণের চাল সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চাল বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের অন্তত ২ কোটি মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর অর্পিত, তাদের কারো কারো অসততা ও চাল আত্মসাতের ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকার শুরুতেই ঘোষণা করেছিল চাল বিক্রির কর্মসূচিতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কিন্তু ইতোমধ্যেই দুর্নীতি, অনিয়ম ও চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। দেশের ১৮টি জেলায় চাল আত্মসাতের অভিযোগে সরকারদলীয় বেশ কয়েকজন নেতা ও কর্মী গ্রেফতার হয়েছেন। গত চার দিনে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ৯৫ হাজার কেজি চাল। এটি গণমাধ্যমে প্রকাশিত প্রকৃত ঘটনার একটি খণ্ডচিত্র মাত্র। প্রকৃতপক্ষে হাজার হাজার কেজি চাল আত্মসাৎ করা হচ্ছে। করোনায় সংক্রমণের মানবিক বিপর্যয়ের দিনগুলোতে বেশ কিছু জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

মিয়া পরওয়ার বলেন, মহাদুর্যোগের এ পরিস্থিতিতে দুর্নীতির ঘটনা নিতান্তই দুঃখজনক। শুরুতেই চাল বিতরণের দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। জাতির এই মহাদুর্যোগকালে যারা জনগণের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে তারা মানবতার শত্রু। এদেরকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।

https://www.dailynayadiganta.com/last-page/495360/