১ এপ্রিল ২০২০, বুধবার, ৯:১৩

রাজনৈতিক বন্দী-লঘু দণ্ডপ্রাপ্ত বন্দীদের মুক্তি দেয়ার দাবি খন্দকার মাহবুব হোসেনের

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে সেখানে দেশের ৬৮ কারাগারে গাদাগাদি অবস্থায় আছে কারাবন্দীরা। এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে প্রায় ৮৯ হাজার বন্দী আছে। সদস্য দেশের সব কারাগারে বন্দী ধারণক্ষমতার ৪১ হাজার ৩১৪ জন। কারাগারগুলোতে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রাজনৈতিক বন্দী এবং লঘু দণ্ডপ্রাপ্ত আামীদের শর্তসাপেক্ষে হলেও মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন দেশের আইন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। বর্তমানে আদালতের কার্যক্রম বন্ধ থাকার কারণে বিচার কার্য দীর্ঘায়িত হচ্ছে। এজন্য আামীরা জামিন নেয়ার সুযোগ পাচ্ছেন না।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, আমরা অতীতে দেখেছি সরকার বিভিন্ন সময় লঘু দণ্ডপ্রাপ্ত আসামী ও দূই ত্তীয়াংশ সাজা খাটা আসামীদের মুক্তি দিয়েছে। আমাদের জেলখানায় জনবলের স্বল্পতা রয়েছে ও চিকিৎসা ব্যবস্থা সীমিত।

এই অবস্থায় কোন বন্দী যদি করো না ভাইরাসে আক্রান্ত হন। অতি দ্রুততার সাথে তার বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। অবস্থায় প্রয়োজনে সাজার কারণে সরকার শর্তসাপেক্ষে বন্দীদের মুক্তি দিলে, কারাগারে ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত বন্দী রাখার হাত থেকে মুক্ত হবে। এবং করনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিণতি থেকে কারাগারমুক্ত হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইসলামিক দেশ ইরান ইতিমধ্যেই লাখো দণ্ডপ্রাপ্ত আামী এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছে।

http://dailysangram.info/post/411993