৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:৩১

যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখে থাকলেই সন্তুষ্ট ট্রাম্প!

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু; ভারতে ২৯ ও পাকিস্তানে ২০ মৃত্যু; সৌদিতে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

বিশ্বে ভয়াবহ সঙ্কট তৈরি করেছে করোনাভাইরাস। যতই দিন যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে এই প্রাণঘাতী ভাইরাস তাণ্ডব চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই কেড়ে নিচ্ছে অজস্র প্রাণ। গত ২৪ ঘণ্টায় মহামারীতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ মানুষ আর একদিনেই মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রথম সারির নেতা করোনায় আক্রান্ত। ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা, মৃত্যুর খবর এসেছে ১২০টি দেশ থেকে। বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থায় আছে শীর্ষ প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যুর দীর্ঘ মিছিলে হতবাক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ পরিস্থিতিতে রোববার এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, মৃত্যুর সংখ্যা ১ থেকে ২ লাখের মধ্যে রাখতে পারাটাই হবে সাফল্য। এ দিকে করোনার সংক্রমণে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ৩৩৭ জন। আক্রান্ত ৭ লাখ ৪১ হাজার ৯০৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৬ হাজার ৬০২ জন। ৫ লাখ ৪১ হাজার ৪৯২ জন চিকিৎসাধীন এবং ২৬ হাজার ৭৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরা, বিবিসি, জি নিউজ, দ্য গার্ডিয়ান, ডন, রয়টার্স, এনডিটিভি, সিএনএন, ডেইলি মেইল ও ওয়ার্ল্ডোমিটারসের।

যুক্তরাষ্ট্রে দুই লাখ মৃত্যুর আশঙ্কা : যুক্তরাষ্ট্রে করোনায় দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা: অ্যান্থনি ফাউসি। বর্তমান করোনা পরিস্থিতি ও পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তৈরি করা মডেল অনুযায়ী রোববার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন শীর্ষক টক শোতে এমন আভাস দিয়েছেন তিনি। ফাউসির আশঙ্কা, যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ হতে পারে। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে রোববার সন্ধ্যায় করোনা নিয়ে সংবাদ সম্মেলনে ডা: ফাউসির মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেল করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ বা তারও বেশি হতে পারে। তবে এই সংখ্যা ২ লাখের নিচে রাখতে সম্মিলিতভাবে কাজ করা হলে খুব ভালো হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও ‘স্টে অ্যাট হোম’ গাইডলাইন আরো ৩০ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমরা কিছু না করি তাহলে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।’

মৃত্যুকূপ নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক। রোববার সন্ধ্যা পর্যন্ত নিউ ইয়র্ক শহরেই মৃত্যুর সংখ্যা ৭৭৬ জন, আর পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কমপক্ষে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেখানে প্রতি ৯ মিনিটে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে প্রায় ৬০ হাজার মানুষের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সোমবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া সর্বশেষ তথ্যে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ২৫ জন, মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০৯ এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন। তবে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৯৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা, জেলখানাগুলোতে প্রায় ২৩ লাখ বন্দী রয়েছেন।

পাকিস্তানে মৃত্যু ২০ : পাকিস্তানে গতকাল সোমবার করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জন আর আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে। এ দিন সিন্ধু প্রদেশে দু’জনের মৃত্যু হয়, যারা করাচির বাসিন্দা এবং তিন দিন আগে কোভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল। গিলগিট-বালিতস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে, যার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। এর আগে গিলগিট-বালতিস্তানে করোনার সংক্রমণে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছিল। প্রদেশগুলোর মধ্যে ৬৩৮ জন আক্রান্ত নিয়ে শীর্ষে আছে পাঞ্জাব, এরপর ৫০২ জন আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থান সিন্ধু, খাইবার পাখতুনখোয়ায় আক্রান্ত ১৯২ জন, বেলুচিস্তানে ১৪১ জন, রাজধানী ইসলামাবাদে ৫১ জন, গিলগিট-বালতিস্তানে ১২৮ জন ও আজাদ কাশ্মিরে আক্রান্ত ছয়জন।

ভারতে ২৯ জনের মৃত্যু : ভারতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭১ জন আর মৃত্যু হয়েছে ২৯ জনের। মহারাষ্ট্রে ছয়জনের মৃত্যু হয়েছে। পাঁচজনের মৃত্যু হয়েছে গুজরাটে। কর্নাটকে মৃত্যু হয়েছে তিনজনের। দিল্লিতে দু’জন, মধ্যপ্রদেশে দু’জন মারা গেছে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়–, পাঞ্জাব, কেরালা, জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও বিহার থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে করোনা মোকাবেলা করে ১০০ জন সুস্থ হয়ে উঠেছেন। লকডাউনে অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার বেপরোয়া চেষ্টাকে ঘিরে এক অবর্ণনীয় ও চরম অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এ দিকে ভারতের সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ডাক্তার ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দু’জনই এখন কোয়ারেন্টিনে আছে।

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু : ভেঙে পড়েছে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা। ৯৭ হাজারের বেশি করোনা আক্রান্তকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে রোগীদের সুস্থ করে তোলার কাজে নিয়োজিত ছয় হাজারের বেশি স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছে করোনায়; যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ। চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। করোনা মহামারী মোকাবেলায় সাত হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ ও মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৭৯ জনের। ১৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন থাকা ৭৩ হাজার ৮৮০ জনের মধ্যে তিন হাজার ৯০৬ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনার কারণে পুরো ইতালিতে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত।

আমিরাতে আক্রান্ত ৫৭০ : সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরো ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭০ জনে। মারা গেছেন তিনজন। ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন রয়েছেন ৫০৯ জন, তন্মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মেক্সিকোতে ২০ জনের মৃত্যু : মেক্সিকোতে আক্রান্তের সংখ্যা ৯৯৩। এখন পর্যন্ত এই ভাইরাসে ২০ জন মারা গেছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৯৩৮ জন।

সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি : করোনায় মানুষ মারা যাওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বৃদ্ধি করেছে সৌদি আরব। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। একই নির্দেশনা দেয়া হয়েছে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে। রোববার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আটজন। আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯৯ জন।

ব্র্রিটেনে ১,২২৮ জনের মৃত্যু : ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭০০। এর মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৫১ জন। চিকিৎসাধীন ১৮ হাজার ১৫৯ জন, তন্মধ্যে ১৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মস্কোতে কঠোর নিষেধাজ্ঞা : রাশিয়ার রাজধানী মস্কোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার থেকে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। সোবিয়ানিন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সব বয়সের নারী-পুরুষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। করোনার কারণে বেকার হয়ে পড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে মাসে ১৯ হাজার ৫০০ রুবেল (প্রায় ২৫০ ডলার) প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মস্কোর মেয়র। রাশিয়ায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৩৬ জন, মারা গেছে ৯ জন।

নিউজিল্যান্ডে আক্রান্ত ৫৮৯ জন : দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫৮৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৬৩ জন। চিকিৎসাধীন আছেন ৫২৫ জন, তন্মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনে ৬৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক : চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৭ জন, মোট মৃতের সংখ্যা তিন হাজার ৩০৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৫ হাজার ৭০০ জন। চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৪৬৬ জন, ৬৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফ্রান্সে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা সঙ্কটজনক : ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৭২৩, মৃত্যু হয়েছে দুই হাজার ৬১১ জনের। সুস্থ হয়েছে সাত হাজার ২০২ জন। চিকিৎসাধীন আছেন ৩০ হাজার ৩৬৬ জন, তন্মধ্যে চার হাজার ৬৩২ জনের অবস্থা সঙ্কটপূর্ণ।

স্পেনে ৭ হাজার ৩৪০ জনের মৃত্যু : স্পেনে মৃতের সংখ্যা সাত হাজার ৩৪০। আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ১৯৫। এর মধ্যে ১৬ হাজার ৭৮০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৬১ হাজার ৭৫ জনের মধ্যে চার হাজার ১৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে মোকাবেলায় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ : মহামারী মোকাবেলায় বার্ষিক বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে করোনা সংক্রামিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা দুই হাজার ৭৫৭ জন। আক্রান্ত হয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত ১২ হাজার ৩৯১ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চিকিৎসাধীন আছে ২৩ হাজার ২৭৮ জন, তন্মধ্যে তিন হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

জার্মানিতে এক দিনে আক্রান্ত সাড়ে ৪ হাজার : জার্মানিতে এক দিনে রেকর্ডসংখ্যক চার হাজার ৭৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৬ জন। জার্মানিতে মোট আক্রান্ত ৬২ হাজার ৪৩৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১ জনে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫২ হাজার ৬৮৩ জন, তন্মধ্যে ১৯৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাদুর্ভাব ঠেকাতে জার্মান সরকার একসাথে দু’জনের বেশি মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

ইসরাইলে আক্রান্ত ৪৩৪৭ জন : ইসরাইলে করোনায় চার হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে ৮০ জনের অবস্থা সঙ্কটপূর্ণ। ১৩৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চার হাজার ১৯৮ জন চিকিৎসাধীন আছেন।

তুরস্কে মৃতের সংখ্যা ১৩১ : করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে মৃতের সংখ্যা ১৩১ জন এবং আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২১৭ জন। ৫৬৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আট হাজার ৯৮১ জন চিকিৎসাধীন আছেন।

সুইজারল্যান্ডে ৩১২ জনের মৃত্যু : সুইজারল্যান্ডে আক্রান্ত ১৫ হাজার ৬৯ জন, মৃত্যু হয়েছে ৩১২ জনের ও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৮২৩ জন। চিকিৎসাধীন আছেন ১২ হাজার ৯৩৪ জন, তন্মধ্যে ৩০১ জনের অবস্থা আশঙ্কাজনক।

নেদারল্যান্ডে ৭৭১ জনের মৃত্যু : নেদারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৬৬ জন, মৃত্যু হয়েছে ৭৭১ জনের এবং সুস্থ হয়েছে ২৫০ জন। ৯৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৮৪৫ জন।

দক্ষিণ কোরিয়ায় ১৫৮ জনের মৃত্যু : দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ৯ হাজার ৬৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫৮ জনের এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২২৮ জন। ৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন আছেন চার হাজার ২৭৫ জন।

মিয়ানমারে আক্রান্ত ১০ জন : মিয়ানমারে করোনায় নতুন আরো দু’জন পুরুষ আক্রান্ত হয়েছে বলে গতকাল সোমবার জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন। করোনার সংক্রমণ প্রতিরোধে সব স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে মিয়ানমার। জনসমাগমে নিষেধাজ্ঞা ও দোকানপাট বন্ধ করেছে সরকার।

আইভরিকোস্টে প্রথম মৃত্যু : আইভরিকোস্টে করোনায় প্রথম এক ব্যক্তি মারা গেছেন। করোনায় আরো ২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা করোনা ঠেকাতে সোমবার থেকে জরুরি অবস্থা জারি করেছেন।

বুরকিনা ফাসোতে ১২ জনের মৃত্যু : বুরকিনা ফাসোতে ২২২ জন করোনা শনাক্ত এবং ১২ জন মারা গেছেন। ২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ১৮৭ জন চিকিৎসাধীন আছেন।

সিরিয়ায় একজনের মৃত্যু : সিরিয়ায় গত রোববার এক নারী মারা গেছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এ পর্যন্ত ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছে এর সংখ্যা আরো বেশি।

মালিতে ২ জনের মৃত্যু : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫, মারা গেছেন দু’জন। রোববার দেশটিতে সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছিল জাতীয় নির্বাচন। কিন্তু প্রথম দফায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর খবর আসে দেশটিতে করোনায় প্রথম মৃত্যুর। আর তাতে স্থগিত হয়ে যায় নির্বাচন।

উরুগুয়েতে একজনের মৃত্যু : উরুগুয়েও প্রথম মৃত্যুর খবর জানিয়েছে। সাড়ে ৩০ লাখ জনসংখ্যার দেশে মোট ৩০৪ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

বলিভিয়ায় ৩ জনের মৃত্যু : বলিভিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬, মারা গেছে তিনজন। আক্রান্ত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী আনিবাল ক্রুস বলেন, সান্তা ক্রুজ দে লা সিয়েরা শহরে রোববার ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের এক সদস্যের কাছ থেকে সংক্রামিত হন।

প্রাণ হারালেন সিবিএস নিউজের প্রডিউসার মারিয়া : কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজের একজন বার্তা প্রযোজকের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ৫৪ বছর বয়সী ওই নারী প্রাণ হারান।

মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা : জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলায় ডাবিং করা অনেক ভিডিওতে তার নাম ‘কাইশ্যা’ বলে প্রচার করা হয়। টোকিওর একটি হাসপাতালে রোববার তার মৃত্যু হয়।

সুইডেনের ব্যতিক্রমী ব্যবস্থা : ইউরোপে বহু দেশে যখন করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থা চলছে তখন একটি দেশ অন্য সবাইকে অনুসরণ না করে এমন এক পন্থা নিয়েছে, যা স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি। যদিও সুইডেনে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এবং মারা গেছেন ১০৫ জন। সুইডেনের সরকারি স্ট্রাটেজির মূল কথাÑ নিজের দায়িত্ববোধ। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছেÑ কঠোর বিধিনিষেধ আরোপ না করেও এভাবেই ভাইরাসের বিস্তার রোধ করা যাবে।
দেশ আক্রান্ত মৃত্যু
যুক্তরাষ্ট্র ১,৪৪,২৮০ ২,৫৯৭
ইতালি ৯৭,৬৮৯ ১০,৭৭৯
স্পেন ৮৫,১৯৫ ৭,৩৪০
চীন ৮১,৪৭০ ৩,৩০৪
জার্মানি ৬৩,৯২৯ ৫৬০
ইরান ৪১,৪৯৫ ২,৭৫৭
ফ্রান্স ৪০,১৭৪ ২,৬০৬
ব্রিটেন ১৯,৫২২ ১,৪১৫

https://www.dailynayadiganta.com/first-page/492362