২৮ মার্চ ২০২০, শনিবার, ১২:০৯

মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল আক্রান্ত সাড়ে ৫ লাখ

# ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত
# করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র
# ইসরাইলে মৃত্যু ৮, আক্রান্ত আড়াই হাজার
স্টাফ রিপোর্টার: করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে ২৫ হাজার ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৮ হাজার ৭০৬ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৯৪৩ জন।

এদিকে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আক্রান্ত হয়েছেন পুতিনের অফিসের ৫ সহকর্মী। স্পেনে মৃত্যুর মিছিলে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৭৬৯ প্রাণ। চীনে আবার ফিরে এসেছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে। কিন্তু এখন আক্রান্তের সংখ্যায় চীনকেও ছােিড়য়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৫ এবং মারা গেছে ১ হাজার ২৯৫ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৮ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই পাল্লা দিয়ে বাড়ছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এখন চীনের চেয়েও বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৮ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে।

ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯। এদের মধ্যে ৩ হাজার ৬১২ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৩৬১ জন। ইতালির পরেই করোনার ভয়াবহ রুপ দেখেছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ১৫ জন।

এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪০ এবং মারা গেছে ৩ হাজার ২৯২ জন। অপরদিকে দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৪ হাজার ৫৮৮ জন। জার্মানিতে করোনায় আক্রান্ত ৪৩ হাজার ৯৩৮ এবং মৃত্যু ২৬৭, ইরানে আক্রান্ত ২৯ হাজার ৪০৬ এবং মৃত্যু ২ হাজার ২৩৪, ফ্রান্সের আক্রান্ত ২৯ হাজার ১৫৫ এবং মৃত্যু ১ হাজার ৬৯৬। অপরদিকে, যুক্তরাজ্যে আক্রান্ত ১১ হাজার ৬৫৮ এবং মৃত্যু ৫৭৮। সৌদি আরবে আক্রান্ত ১ হাজার ১২ এবং মৃত্যু ৩, ভারতে আক্রান্ত ৭২৭ এবং মৃত্যু ২০। বাংলাদেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ জন। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫)। তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে শুক্রবার (২৭ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন। সেজন্য স্বেচ্ছা-আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পর তার কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিসের মধ্যে সামান্য উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু পরীক্ষা করে করোনা ভাইরাসই শনাক্ত হলো।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মধ্যে সামান্য উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল। পরে চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শে পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের একটি কক্ষে স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, বরিস জনসন আইসোলেশন থেকেই করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে অবশ্য ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, প্রধানমন্ত্রী বরিস কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার কাজ চালিয়ে যাবেন। বরিসের আগে ব্রিটেনের হাইপ্রোফাইলড নেতাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস (সিংহাসনের পরবর্তী উত্তরসূরি)। তাকেও এখন আইসোলেশনে রাখা হয়েছে। বিশ্ব প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বরিস করোনায় আক্রান্ত হলেন। এর আগে স্ত্রী সোফি করোনায় আক্রান্ত হলে স্বেচ্ছা-আইসোলেশনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের পর আইসোলেশনে যান জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত: প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর তার মন্ত্রিসভার আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শুক্রবার এক টুইট বার্তায় তার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন। তবে তার দেহে করোনার উপসর্গ তেমন গুরতর না। তার এই ঘোষণার দুই ঘণ্টারও কম সময় আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও টুইটারে তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন। বরিসের আগে ব্রিটেনের হাইপ্রোফাইলড নেতাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস (সিংহাসনের পরবর্তী উত্তরসূরি)। তাকেও এখন আইসোলেশনে রাখা হয়েছে। ম্যাট হ্যানকক লিখেছেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি করোনা ভাইরাস পরীক্ষা করাই। পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে সৌভাগ্যক্রমে আমার করোনা উপসর্গ গুরতর নয় এবং আমি স্বেচ্ছা আইসোলেশনে ঘর থেকেই আমার কাজ চালিয়ে যাব।’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে শুক্রবার এক ভিডিও বার্তায় নিজেই এ খবর জানান ৫৫ বছর বয়সী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় আক্রান্ত হওয়ায় স্বেচ্ছা-আইসোলেশনে গেছেন তিনি। বরিস জানান, ঘরে থেকেই তিনি সরকারি সব কাজ করবেন।

স্পেনে মৃত্যুর মিছিলে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৭৬৯ প্রাণ : প্রাণঘাতী করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্পেনে। ইউরোপের এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৯ জন। শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় রেকর্ড আরও ৭৬৯ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, করোনার প্রকোপ শুরু হওয়ার পর দেশটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩৮ জনের প্রাণহানির রেকর্ড ছাড়িয়ে গেছে শুক্রবারের এই প্রাণহানি।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ হাজার ৮৭১ জন করোনায় সংক্রমিত হয়েছেন; যা নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজার ৫৯ জনে। বৃহস্পতিবারও এই সংখ্যা ছিল ৫৬ হাজার ১৮৮ জনে।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে ইতালি। দেশটির স্বাস্থ্যখাতের কর্মীরা করোনা সংক্রমিতদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। করোনায় প্রাণহানিতে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি এবং স্পেন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ২১৫ এবং আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫৮৯ জন। বৃহস্পতিবার স্পেনে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। দেশটির সরকার বলেছে, করোনা ভাইরাসের বিস্তার ও প্রাণহানি ঠেকাতে মেডিক্যাল সরঞ্জামের সরবরাহ দিতে গিয়ে প্রকৃত যুদ্ধের মুখোমুখি হয়েছে। করোনার রোগীদের জন্য ইতোমধ্যে চীন থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সংগ্রহ করেছে দেশটি।

তবে চীন থেকে করোনা চিকিৎসা সামগ্রী বেশি দামে ক্রয় এবং প্রতারণার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন স্পেনের স্বাস্থ্য কর্মকর্তারা । গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও এখন বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সংক্রমণ এবং প্রাণহানিতে চীনকেও ছাড়িয়ে ইতালি এবং স্পেন। চীনে এই ভাইরাসে ৮১ হাজার ৩৪০ জন আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬১২ জনে। এছাড়া দেশটিতে মারা গেছেন এক হাজার ৩০১ জন। চীনে মারা গেছেন ৩ হাজার ২৯২ জন। ইতালিতে মারা গেছেন ৮ হাজার ২১৫ জন।

করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র: বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬, যা চীন ও ইতালির চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চীনে বর্তমান আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯। তবে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ইতালিতে সবচেয়ে বেশি। এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছে। স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫, চীনে প্রাণহানি ৩ হাজার ২৯১, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ২০০।

করোনায় আক্রান্ত পুতিনের অফিসের কর্মী: প্রাণঘাতী করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অন্তত পাঁচ কর্মী। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়ে বলেছে প্রেসিডেন্ট সুস্থ আছেন। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন। রাশিয়ায় একদিনে এখন পর্যন্ত সবের্োচ্চ ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন শুক্রবার। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন মোট তিনজন। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বৃহস্পতিবার রাতে ক্রেমলিনের কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলে দেখা যায়, করোনা এখন দেশটির সরকারের সদর দফতরে পৌঁছেছে।

স্থানীয় তিনটি সংবাদমাধ্যম বলছে, ক্রেমলিনের অন্তত পাঁচজন কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের মধ্যে এক থেকে দুজন সরাসরি প্রেসিডেন্টের প্রশাসনিক দফতরের, একজন প্রেসিডেন্টের প্রশাসনিক দফতরের পরিচালকের কার্যালয়ের এবং একজন মন্ত্রিসভার সদস্য। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও এখন বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সংক্রমণ এবং প্রাণহানিতে চীনকেও ছাড়িয়ে ইতালি এবং স্পেন।

ইরানে মৃত্যুর মিছিলে আরও ১৪৪, আক্রান্ত ২৯২৬: ইরানে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন নতুন করে শতাধিক মানুষের মৃত্যুর খবর আসছে দেশটি থেকে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ১৪৪ জন করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৩৭৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের বরাতে এ খবর জানানো হয়েছে। মুখপাত্র জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ মৃত্যু ছাড়াও নতুন করে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের ঘটনা ৩২ হাজার ৩৩২টি। আক্রান্তদের মধ্যে দুই সহস্রাধিকের মৃত্যু হলেও হাসপাতালে চিকিৎসা শেষে ১১ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন।

ইসরায়েলে ৮ জনের প্রাণ নিয়েছে করোনা : প্রাণঘাতী করোনা ভাইরাসে ইসরায়েলে দুই হাজার ৬৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আটজন। আক্রান্তদের মধ্যে ৪৬ জনের অবস্থা সংকটপূর্ণ। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের করোনা ভাইরাস বিষয়ক কমিটির সংসদের প্রথম বৈঠকে বৃহস্পতিবার এই পরিসংখ্যান তুলে ধরা হয়। এ বিষয়ক প্রতিবেদনটি তৈরি করেছে নেসেটের রিসার্চ অ্যান্ট ইনফরমেশন সেন্টার। ওই প্রতিবেদনের বরাত দিয়ে কমিটির সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল মোশে বার সিমান এ তথ্য স্বীকার করেন। তিনি জানান, আটজনের মধ্যে বৃহস্পতিবার মারা গেছেন পাঁচজন। এর আগে মারা যান তিনজন। জেনারেল সিমান বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট দুই হাজার ৬৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৬ জনের অবস্থা সংকটপূর্ণ। এ পর্যন্ত মারা গেছে আটজন। বৃহস্পতিবার মারা গেছে পাঁচজন।

তিনি বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে প্রতি তিন দিনে রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে।’ তার আশঙ্কা আগামী এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে গুরুতরভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুইশোর ঘরে গিয়ে ঠেকবে। ‘এটি আসলে মারাত্মক ঘটনা-বিশেষ করে প্রতিদিন যা ঘটছে। আমি ব্যক্তিগতভাবে লকডাউন শব্দটা পছন্দ করি না। কিন্তু আমরা পুরো বন্ধের সন্নিকটে’-যোগ করেন ডিরেক্টর জেনারেল মোশে বার সিমান। নেসেটের ওই প্রতিবেদন বলছে, গত ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত-এই পাঁচ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যৃর সঙ্গে পাঞ্জা লড়ছেন-এমন রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

জার্মানিতে লাফিয়ে বাড়ছে করোনা, আক্রান্তের সংখ্যা: জার্মানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪২ হাজার ২৮৮। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৩ জন। দেশটির সংক্রমণ রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট এ তথ্য নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৭৩ জন। রবার্ট কোচ ইন্সটিটিউটের পরিসংখ্যান বলছে, দেশটিতে নতুন করে ৫৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৮০ জন। যা আগের দিনের তুলনায় অনেক বেশি। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যায় ৫ম অবস্থানে রয়েছে জার্মানি।

ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৮, আক্রান্ত বেড়ে ৭২৪, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার সকাল পর্যন্ত আরো ৩০ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে। ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হয়েছে ১৮। রাজস্থানের ভিলওয়াড়ায় এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।

এদিকে করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের (গভর্নর) সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকাল ১০টায় মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। পাশাপাশি, এই পরিস্থিতিতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্ত্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবি আই)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে আরবি আই গভর্নর শক্তিকান্ত দাস ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। রেপো রেট কমে হল ৪.৪। সেই সঙ্গে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ।

চীনে আবার করোনা ভাইরাস, বিদেশিরা নিষিদ্ধ : চীন বিদেশী নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিদেশীদের মাধ্যমে যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে, তা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীন এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট হ্রাস করবে এবং আরোহীর সংখ্যা ৭৫ ভাগে কমিয়ে আনবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, এই ঘোষণার পর যাদের ভিসা ইস্যু করা হবে, তাদের ক্ষেত্রে প্রবেশ নিয়ন্ত্রণ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ঘোষণায় আরো বলা হয়দ, কূটনীতিক, সার্ভিস, কাটসি বা সি ভিসায় কোনো সমস্যঅ হবে না। অর্থনৈতিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত কারণে বা জরুরি কারণে যারা চীনে আসতে চান, তাদের ভিসা দেয়া হতে পারে।

http://dailysangram.info/post/411484