১১ মার্চ ২০২০, বুধবার, ১২:৫৫

টাকা পাচারকারীদের গ্রেফতারে ইন্টারপোলের সহযোগিতা চায় দুদক

দেশের টাকা পাচার করে যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদের গ্রেফতারে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে ৭/৮ জনের একটি তালিকা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার বিকালে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ৭/৮ জনের ডিটেইলস ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। আমাদের কাছে ৬০-৭০ জনের একটা তালিকা আছে। তালিকায় প্রভাবশালী কেউ আছে কিনা এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, আমরা অন্যায়, অপরাধ ও আমাদের ম্যানডেট দেখি। কে প্রভাবশালী, কে প্রভাবশালী নয় তা দেখতে গেলে তো সমস্যা। আমাদের সেটা দেখার কথা না।

পাপিয়ার অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, সামাজিকভাবে কী হলো, তা আমাদের কনসার্ন নয়। ৩ কোটি টাকা বিল দিয়েছেন, এই টাকা কোথায় পেয়েছেন- এটা আমাদের কনসার্ন। টাকার সোর্স দেখাতে না পারলে মামলা হবেই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকলে মামলা হবেই।

অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদের প্ল্যান আছে কিনা তা আমি বলতে পারবো না। আমরা একটা ইনকোয়ারি অর্ডার করেছি। ইনকোয়ারি অফিসার যদি মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে কোনও বাধা নেই।

করোনা ভাইরাস ইস্যুতে জনগণকে জিম্মি করে একটি গোষ্ঠী অধিক মুনাফা অর্জন করছে-এ ব্যাপারে দুদকের পদক্ষেপ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, সরকার এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা যদি তথ্য পাই যে, মানুষকে জিম্মি করে অবৈধ অর্থ অর্জন করছে, তখন আমরা ব্যবস্থা নেবো। এই মুহূর্তে আমরা কিছু করছি না, কারণ সরকার কাজ করছে।

http://dailysangram.info/post/409570