৫ আগস্ট ২০১৯, সোমবার, ৩:৪২

আগরতলা বিমানবন্দর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন অক্টোবরে

ত্রিপুরার আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের জমি ব্যবহার নিয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে আলোচনা হতে পারে।

গতকাল রোববার নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এ কথা জানান। তিনি বলেন, আগরতলা বিমানবন্দরের জমি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তখন এ বিষয়ে আলোচনা হতে পারে। ত্রিপুরার আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে জমি চেয়েছে ভারতÑ গণমাধ্যমে এ সংক্রান্ত এক খবরের ব্যাপারে জানতে চাওয়া হলে মন্ত্রী এ তথ্য জানান।

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ৭ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে আসাদুজ্জামান খানের এটি হবে প্রথম বৈঠক।

এর আগে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ কর্তাব্যক্তিরা বিভিন্ন ফোরামে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি পাওয়া সম্ভব কি নাÑ তা নিয়ে বাংলাদেশের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। বিষয়টি সংবেদনশীল হওয়ায় ভারত এ ব্যাপারে লিখিত প্রস্তাব বাংলাদেশকে দেয়নি। বাংলাদেশের মনোভাব ইতিবাচক হলে এ ব্যাপারে এগোনো হবে, এমনটাই দিল্লির পরিকল্পনা।

দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধে সহযোগিতা, ভিসা সহজীকরণ, অবৈধ অভিবাসনরোধ, রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

প্রধানমন্ত্রী অক্টোবরে দিল্লি যাচ্ছেন : ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে দিল্লি যাচ্ছেন। এ সময় তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২০ আগস্ট ঢাকা আসতে পারেন। এ সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

http://www.dailynayadiganta.com/first-page/430732/