২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ৪:৫৪

বৃষ্টি-যানজটে ভোগান্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে পানিবদ্ধতার। এতে রাজধানীতে দেখা দিয়েছে আসহনীয় যানজট। বৃষ্টির পানি জমে কোন কোন এলাকায় কাদা-পানি মিলে একাকার হয়ে রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। এতে রাজধানীবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সারা শহরজুড়ে যানজট। গাবতলী থেকে সায়েদাবাদ, পুরান ঢাকা থেকে উত্তরা সবখানেই ছিল একই চিত্র। সড়কে দুইধারে যানবাহনের দীর্ঘ লাইন। গাড়ি যেন এগুতে চায় না। যানজটের কারণে সময়মত পাওয়া যায়নি গাড়ি। মাঝে মধ্যে দু’য়েকটি পাওয়া গেলেও দিতে হয়েছে অতিরিক্ত ভাড়া। বাধ্য হয়ে পায়ে হেঁটেই অনেককে যেতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। নগরবাসীর এ ভোগন্তির শেষ কোথায় কেউ জানেনা।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। কখনও হালকা আবার কখনও ভারিবর্ষণ। এভাবে চলতে থাকে প্রায় এক ঘণ্টা। এতেই নগরীর সড়কগুলোতে দেখা দেয় পানিবদ্ধতার। অনেক রাস্তায় পানি জমে দুর্ভোগ সৃষ্টি হলেও মাঝে কয়েকদিন বিরতির পর বৃষ্টি হওয়াতে অনেকেই একে স্বস্তির বলেও অভিহিত করেন। অন্তত গত সপ্তাহের কাঠফাটা রোদের সঙ্গে উত্তপ্ত আবহাওয়ার কথা মনে করে।

সকাল থেকে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরে হঠাৎ করেই বৃষ্টি নামে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায়। তবে তীব্র গরমের মধ্যে এ বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। ঘণ্টার বেশি সময় বৃষ্টিতে থমকে যায় রাজধানীর জনজীবন। পথচারীরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। বৃষ্টি কমে যাওয়ার পর রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

সরজমিন দেখা যায়, গতকালের বৃষ্টিতে রাস্তায় পানি জমে কোথাও হাটু পানি আবার কোথাও নালা পানি হয়ে যায়। খানাখন্দকেভরা রাস্তায় রিকশা ভ্যানসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ ছোট বড় আহতও হয়েছে। স্যুয়ারেজ লাইন ও সিটি কর্পোরেশেনের ড্রেনের উপচে পড়া পানি রাস্তাঘাট ও বাসা বাড়ির পানিতে একাকার হয়ে গেছে।


গতকাল দুপুরের পর পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ চানখারপুলের কয়েকটি সড়কে হাঁটু পানি জমে যেতে দেখা গেছে। এছাড়াও ব্যাংক পাড়া মতিঝিলের বনশিল্প ভবন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশপাশে দেখা গেছে হাঁটু পানি। অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে পানিবদ্ধতার। সময় মত পানি নেমে না যাওয়ায় প্রধান প্রধান সড়কে পানি জমে গেছে। বৃষ্টির পানি জমে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীর গুলিস্তান, বঙ্গভবন এলাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, আজিমপুর ও যাত্রাবাড়ী এলাকায়। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়গুলোতে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে। যে কারণে যানজটের সৃষ্টি হয়ে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। কোথাও কোথাও সড়কের ম্যানহোলের ঢাকনা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আবার পানিবদ্ধতার কারণে কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে থাকতেও দেখা গেছে। বিকালে কাকরাইলের মোড়ে একটি হিউম্যান হলার বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। দুপুরে বঙ্গভবনের সামনে দিয়ে দুইটি সিএনজি চালিত অটোরিকশাকে ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। বৃষ্টিতে রাজধানীর উত্তরা, বারিধারা, বাড্ডা, ফকিরেরপুল, পল্টন, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, বসুন্ধরা সিটির সামনে, মিরপুর, মহাখালী, কাজীপাড়া, শ্যামলী, শেওড়াপাড়া, মতিঝিল, ধানমন্ডি ও গুলশানসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। আফিয়া মমতাজ নামের এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার আগে পয়ঃনিষ্কাশনের ড্রেন পরিষ্কার না করার কারণে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।

https://www.dailyinqilab.com/article/222897/