১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:২৯

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থানের চতুর্থ দিন

‘ভিক্ষা চাই না, অধিকার চাই’

‘ভিক্ষা চাই না, অধিকার চাই’, ‘এক দেশে দুই নীতি, চলবে না চলবে না’, ‘বৈষম্যের বিরুদ্ধে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও’Ñ এরকম নানা সেøাগানে ঝড় তুলছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কখনো কখনো লাগাতার সেøাগানের মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরছেন। কর্মকর্তা-কর্মচারীদের হাতেও রয়েছে দাবি আদায়সংবলিত প্লাকার্ড। তাতেও হরেক রকমের সেøাগান তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে সারাদেশ থেকে আগত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচির গতকাল ছিল চতুর্থ দিন। রাষ্ট্রীয় কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে গত রোববার দুপুর হতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান শুরু করেন। প্রেস ক্লাবের সামনে ও অপর প্রান্তে রাস্তার দুইপাশে খোলা জায়গায় তারা অবস্থান করছেন।

কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে অবস্থান করায় দেশের ৩২৮টি পৌরসভার সব দাফতরিক ও সেবাকার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সব কার্যক্রম বন্ধ থাকায় পৌরসভাগুলো অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আব্দুল আলিম মোল্যা জানান, দেশের প্রায় ৮৭ শতাংশ পৌরসভায় ২ মাস হতে ৭৫ মাস পর্যন্ত বেতন-ভাতা পান না। বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। চাকরি শেষ হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পেনশন পান না। সরকারি চাকরি করে তো সব বিভাগেই বেতন-ভাতা, পেনশন দেয়া হয়। এটা আমাদের অধিকার। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আমরা অবস্থান করব। এ সময় তিনি সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

http://www.dailynayadiganta.com/last-page/426158