১ জুলাই ২০১৯, সোমবার, ৭:৩৪

মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের ফরিঙ্গাপাড়া ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রহিম ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের দিন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকালে পুলিশের হামলায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্ত ক্ষরণের কয়েক মাস পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দীর্ঘদিন চিকিৎসার পর গত ৬ মাস তিনি সুস্থ ছিলেন। তিনি কয়েক দিন আগে হঠাৎ পূর্বের ন্যায় অসুস্থ হয়ে পড়েন এবং গত ৩০ জুন বিকেল পৌনে ৫টায় ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। নামাজে জানাযা শেষে তাকে ফরিঙ্গাপাড়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১ জুলাই ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আব্দুর রহিম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা শহীদ হিসেবে কবুল করুন। তাকে ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।