১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ৩:৫১

জামায়াত সম্পর্কে মাহবুবুর রহমানের মন্তব্য অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান জনাব মাহবুবুর রহমান আজ ১৭ অক্টোবর প্রকাশিত দৈনিক প্রথম আলোর সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে আপত্তিকর বিরূপ মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “জনাব মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত।
তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী। তার বক্তব্যের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে কোন নেতিবাচক ধারণা নেই। জনাব মাহবুবুর রহমানের মনে নানা প্রশ্ন থাকলেও জনগণের মনে কোন বিরূপ প্রশ্ন নেই।
জনাব মাহবুবুর রহমান ‘সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনী করছেন না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।’ মর্মে যে মন্তব্য করছেন তা উস্কানীমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্য বিরোধী। ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না। সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের আত্মঘাতি বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারেন।
২০ দলীয় জোটে থেকে এ ধরনের জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমি জনাব মাহবুবুর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।”