২১ অক্টোবর ২০১৫, বুধবার, ৩:৪৭

দৈনিক সমকাল ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত দু’টি রিপোর্টই বাস্তবতা বিবর্জিত অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়

দৈনিক সমকাল পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াতকে সংস্কারের পরামর্শ খালেদার!” শিরোনামে এবং কালেরকণ্ঠ পত্রিকায় “ভারতকে তুষ্ট করতে জামায়াত ছাড়তে পারে বিএনপি” শিরোনামে আজ ২১ অক্টোবর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগে সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক সমকাল ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত দু’টি রিপোর্টই বাস্তবতা বিবর্জিত অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
দৈনিক সমকাল পত্রিকার রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জঙ্গীবাদ ও উগ্র মৌলবাদী রাজনীতির কোন সম্পর্ক নেই। কাজেই পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গী গোষ্ঠীর সাথে জামায়াতে ইসলামীর গোপন সম্পর্ক থাকার প্রশ্নই আসেনা। বাংলাদেশে জঙ্গী গোষ্ঠীর তৎপরতার নেপথ্যে জামায়াতের কোন পৃষ্ঠপোষকতা নেই। সুতরাং জামায়াতে ইসলামীকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংস্কারের পরামর্শ দেয়ার প্রশ্ন অবান্তর। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে থাকে। জামায়াত ও বিএনপি সম্পর্কে যে সব আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট।
কালের কণ্ঠের বিভ্রান্তিকর রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ। জামায়াত প্রতিবেশী দেশসহ সকল দেশের সাথেই সুসম্পর্ক চায়। জামায়াতে ইসলামীর সাথে ভারতের কোন সমস্যা নেই। কাজেই এ নিয়ে বিএনপির সাথে সমস্যা হওয়ার যে কথা কালের কণ্ঠের রিপোর্টে লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। কালের কণ্ঠের রিপোর্টে ‘ভারতকে তুষ্ট করতে জামায়াত ছাড়তে পারে বিএনপি’ মর্মে যে কথা লেখা হয়েছে তা কালের কণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের মনগড়া বক্তব্য ছাড়া আর কিছুই নয়।
২০ দলীয় জোটের মধ্যে ভুল বুঝা বুঝি সৃষ্টির হীন উদ্দেশ্যেই কালের কণ্ঠে জামায়াত ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়ে কাল্পনিক রিপোর্ট তৈরী করা হয়েছে। এভাবে কাল্পনিক রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জামায়াতে ইসলামীকে নিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক সমকাল ও কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”