২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১১:৪৮

সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা

গত ২৬ অক্টোবর দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ভোলা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক নায়েবে আমীর এ.বি.এম সিরাজুল ইসলাম ওরফে আবদুর রাজ্জাকসহ ভোলা, রাজবাড়ী জামালপুর জেলার মেলান্দহ, কুষ্টিয়া সদর, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা, রাজশাহী, শরিয়তপুর ও মানিকগঞ্জ ময়মনসিংহ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৭ অক্টোবর’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“সরকার অন্যায়ভাবে জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকার উদ্দেশ্যেই সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
গত ২৬ অক্টোবর দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ভোলা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক নায়েবে আমীর এ.বি.এম সিরাজুল ইসলাম ওরফে আবদুর রাজ্জাক, বোরহান উদ্দিন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেলাল উদ্দিন ও মাওলানা হাবিবুল্লাহকে, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাককে, জামালপুর জেলার মেলান্দহ উপজেলা থেকে জামায়াতের রুকন ফারুক হোসেনকে, মেলান্দহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুকে, কুষ্টিয়া সদর থেকে ইসলামী ছাত্রশিবিরের ৮জন কর্মীকে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে জামায়াতের ১জন নেতা ও ছাত্রশিবিরের ১ নেতাকে, রাজশাহীর চারঘাট উপজেলা থেকে জামায়াতের ১ জন কর্মী ও শিবিরের ১ জন নেতাকে, শরিয়তপুর থেকে জামায়াতের রুকন আবদুল জলিল মীর, মানিকগঞ্জ থেকে ২জন কর্মী এবং ময়মনসিংহ থেকে ইসলামী ছাত্রশিবিরের ৫জন নেতাসহ ২৬ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এই সরকারের কোন গণভিত্তি নেই। গণবিচ্ছিন্ন এই সরকার শক্তির জোড়ে ক্ষমতায় থাকার ব্যর্থ প্রায়াস চালাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
ভোলা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক নায়েবে আমীর এ.বি.এম সিরাজুল ইসলাম ওরফে আবদুর রাজ্জাকসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”