৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১১:৪১

মাথিয়ারা গ্রামে হিন্দুদের বাড়ী-ঘরে আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপাড়ায় হিন্দুদের বাড়ী-ঘরে এবং দোকানে গত ২৮ অক্টোবর রাতে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট ও গৃহবধু তুলসী রাণী দাসের পেটের উপর উপর্যুপরি লাথির চোটে তার ৭ মাসের গর্ভপাত ঘটে মৃত সন্তান প্রসব করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে ৭ মাসে অন্ত:সত্ত¡া গৃহবধু তুলসী রাণী দাসের পেটের সন্তানটিও আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পায়নি। এ ঘটনার চাইতে নির্মম, বর্বর ও অমানবিক ঘটনা আর কি হতে পারে? সম্প্রতি মাগুরা জেলায় আওয়ামী যুবলীগের দুগ্রæপের গোলাগুলিতে একজন অন্তঃসন্তা মহিলা ও তার পেটের সন্তান গুলিবিদ্ধ হয়েছে।

ফেনী সদর উপজেলার মাথিয়ারা গ্রামে হিন্দুদের বাড়ী-ঘরে আওয়ামী লীগের ক্যাডারদের হামলা, ভাংচুর ও লুটের ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসের হাত থেকে দেশের হিন্দুগণও নিরাপদ নয়। আওয়ামী সন্ত্রাসীরাই সব সময় হিন্দুদের উপর হামলা করে তাদের সহায়-সম্পত্তি দখল করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করে থাকে। সম্প্রতি ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের এমপি জনাব দবিরুল ইসলাম এক হিন্দু পরিবারের জমি দখল করে নেয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায় যে, ¯^াধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের লোকেরাই হিন্দুদের সম্পত্তি সব চাইতে বেশী দখল করেছে। হিন্দুদের সম্পত্তি দখলের ব্যাপারে আওয়ামী লীগই চ্যাম্পিয়ন। ফেনী সদর উপজেলায় হিন্দুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট এবং ৭ মাসের অন্তঃসত্বা গৃহবধুকে মারধর করে তার গর্ভপাত ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কুৎসিত চরিত্রই জাতির সামনে নগ্নভাবে প্রকাশিত হলো।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের হিন্দু জেলেদের বাড়ী-ঘরে ও দোকানে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট এবং হিন্দু মহিলা তুলসী রাণী দাসের গর্ভপাত ঘটানোর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”