৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ১১:৩৮

স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামানের মন্তব্যের প্রতিবাদ

স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল আজ ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মিলাদ মাহফিল শেষে ‘সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তারা নাম পাল্টে এ সব হত্যাকাণ্ড করে যাচ্ছে’ মর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৩ নভেম্বর ২০১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই।
সম্প্রতি ২ জন বিদেশী নাগরিক হত্যা, গাবতলীতে পুলিশের একজন এএসআই হত্যা, পুরান ঢাকার হোসনী দালানের সামনে শিয়া মুসলমানদের সমাবেশে বোমা বিস্ফোরণ, একজন প্রকাশক হত্যা, আর একজন প্রকাশকের অফিসে হামলা চালিয়ে প্রকাশকসহ ৩ জনকে আহত করা-- এ সব ঘটনা যখনই ঘটেছে, তার সাথে সাথেই এ সমস্ত ঘটনার কোন তদন্ত না করেই মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সরকারী জোটের কতিপয় নেতা এবং পুলিশ প্রশাসনের কতিপয় পদস্থ কর্মকর্তা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে বিভ্রান্তিমূলক, অযৌক্তিক, অসত্য ও প্রতিহিংসামূলক-- এ ধরনের বক্তব্য দিয়েই চলেছেন। ফলে এ সমস্ত মর্মান্তিক ও পাশবিক ঘটনাসমূহের সুষ্ঠু তদন্ত হওয়ার কোন সম্ভাবনাই আর অবশিষ্ট থাকছে না। নির্দোষ রাজনৈতিক নেতাকর্মীগণ সরকারের কোপানলে পড়ে জুলুম-অত্যাচার, গ্রেফতার এবং প্রশাসনিক নির্যাতনের শিকারে পরিণত হচ্ছে। অন্যদিকে প্রকৃত দুর্বৃত্তরা আড়ালে-আবডালে থেকেই যাচ্ছে। সরকারের এ অন্যায় মনোভাবের ফলে দুর্বৃত্তরা শুধু রেহাই পেয়ে যাচ্ছে তাই নয়, অধিকন্তু তারা এ ধরনের অপকর্ম সংঘটনে উৎসাহিত হবে-- এটাই ¯^াভাবিক।
এ ধরনের মর্মান্তিক ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা আমাদের দলের নৈতিক অবস্থান ও দায়িত্ববোধের জায়গা থেকে প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি ঐ সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দুর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এ সমস্ত আন্তরিক দাবিগুলো আজ অরণ্যে রোদন হিসেবে প্রতিভাত হচ্ছে। আজকে তাই বাংলাদেশের প্রতিটি মানুষের মনে এ প্রশ্ন দেখা দিয়েছে যে, সরকারের সকল হম্বিতম্বি ও দোষারোপের রাজনীতি কী সেই প্রবাদ বাক্যকেই স্মরণ করিয়ে দেয় না ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’
আমরা আশা করবো ¯^রাষ্ট্র মন্ত্রীর মত দায়িত্বপূর্ণ জায়গায় থেকে তিনি দায়িত্বশীল আচরণেরই পরিচয় দিবেন এবং জামায়াত সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন।”