৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২:৫১

শান্তিপূর্ণভাবে হরতাল পালন করায় দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আহŸানে আজ ৭ জানুয়ারী সারা দেশে শান্তিপূর্ণভাবে সকাল সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজ প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, “দেশের জনগণ ৭ জানুয়ারী শান্তিপূর্ণভাবে দেশব্যাপী হরতাল পালন করে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবী জানিয়েছে।
সরকারের রক্ত-চক্ষু ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশের জনগণ শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি সফল করে মাওলানা নিজামীকে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সরকারের ¯ৈ^রাচারী শাসনের নিকট কখনো মাথানত করতে রাজী নয়। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং একদলীয় ¯ৈ^রশাসন ও জাতীয় ¯^ার্থ ভিন দেশীদের নিকট বিকিয়ে দেয়ার অপচেষ্টার প্রতিবাদ করার কারণেই বর্তমান সরকার জামায়াতের প্রতি রুষ্ট হয়ে জামায়াতের শীর্ষ নেতাদের প্রাণনাশের জন্য উঠেপড়ে লেগেছে।
সরকার গণতান্ত্রিকপন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতকে ধ্বংস করার পরিকল্পনা করছে। প্রকৃত পক্ষে সরকার বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন চিরস্থায়ী করতে চায়। সে উদ্দেশ্যেই সরকার জামায়াতসহ সকল বিরোধী দলকে শেষ করে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে রাজনীতি শূন্য করার জন্য সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে গণতন্ত্রকে ইতোমধ্যেই হত্যা করেছে। সরকারের সর্বনাশা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
হত্যার ষড়যন্ত্র বন্ধ করে মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”