৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ১২:০৬

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে

দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় “সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতের নয়া পরিকল্পনা” শিরোনামে আজ ৩০ জানুয়ারী প্রকাশিত রিপোর্টে “সরকারকে বেকায়দায় ফেলতে নতুন তৎপরতা শুরু করেছে জামায়াত-শিবির চক্র। তাদের যাবতীয় সহযোগিতা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর, আনসার উল্লাহ বাংলা টীম ও জেএমবি। জামায়াত-শিবির ও উগ্রপন্থীরা ৩২টি সাইটে নিজেদের মধ্যে শলা-পরামর্শ করে।” মর্মে যে সব মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৩০ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক যুগান্তরের রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে সব কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই।
দৈনিক যুগান্তরের রিপোর্ট সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলাটীম ও জেএমবি’র সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই নিষিদ্ধ ঘোষিত ঐ সব সংগঠনের জামায়াত ও ছাত্রশিবিরকে সহযোগিতা করা এবং তাদের সাথে ৩২টি সাইটে শলা-পরামর্শ করার প্রশ্নই আসে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”