৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:১৫

মহিলা নেত্রীসহ জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা

রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মরিয়ম বেগমসহ ১২জন নেত্রী ও মহিলা কর্মী এবং ৩ জন পুরুষ নেতা-কর্মীকে আজ ৫ ফেব্রুয়ারী দুপুরে দুর্গাপুর উপজেলা থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজশাহী জেলার দুর্গাপুর থেকে জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মরিয়ম বেগমসহ ১২জন নেত্রী ও মহিলা কর্মী এবং ৩ জন পুরুষ নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের উপর জুলুম করেছে। পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা সম্পূর্ণ নির্দোষ।

জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে বিরত রাখার হীন উদ্দেশ্যেই সরকার নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। বর্তমান সরকারের জুলুম থেকে নির্দোষ ধর্মভীরু মহিলারা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।

রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মরিয়ম বেগমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”