১৫ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১১:১২

জনাব মাহমুদুর রহমানকে শ্যোন এরেষ্টের তীব্র নিন্দা

আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জনাব মাহমুদুর রহমানকে শ্যোন এরেষ্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক আমারদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ৭০টি মামলা থেকে জামিন পাওয়ার পর তাকে আবারো নতুন মামলায় শ্যোন এরেষ্ট এবং রিমান্ডের আবেদনের মাধ্যমে সরকারের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন।
জুলুম-নির্যাতন করতে করতে সরকার অমানবিক ও বিবেক শূন্য হয়ে পড়েছে। তারই আরেকটি নিকৃষ্ট নজির মজলুম সাংবাদিক দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় শ্যোন এরেস্ট ও রিমান্ডের আবেদন। সত্য প্রকাশের আপোষহীনতার কারণে ভীত হয়ে সরকার তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে। বন্ধ করে দেয় আমারদেশ পত্রিকা। একের পর এক তাকে ৭০টি মিথ্যা মামলায় জড়ানো হয়। তিনি দীর্ঘ দিন কারারুদ্ধ থেকে আইনি প্রক্রিয়ায় গতকাল সব মামলা থেকে জামিন পান। কিন্তু সরকার তাকে আবারো মিথ্যা মামলায় শ্যোন এরেষ্ট করেছে। এর নিন্দা জানানোর কোন ভাষা নেই। এই ঘটনার মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করল সরকার। সরকার আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতাকে আবারো প্রশ্নবিদ্ধ করল ।
তিনি বলেন, সম্প্রতি পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা শ্যোন এরেষ্ট বন্ধের ঘোষনা দিয়েছিলেন। কিন্তু এই ঘোষনার দিনই জামায়াত নেতা অধ্যাপক মুজিবর রহমানকে শ্যোন এরেষ্ট করা হয়। আজ আবার মিথ্যা মামলায় শ্যোন এরেষ্ট করা হলো মাহমুদুর রহমানকে। আমরা অবিলম্বে অবিচার বন্ধ করে মাহমুদুর রহমানের মুক্তি দাবী করছি। একই সাথে দেশে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ও সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”