১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১১:১১

জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা

লক্ষীপুরের মান্দারী বাজার জামায়াতের অফিস থেকে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নাজমুল ইসলামসহ জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আজ ১৬ ফেব্রুয়ারী পুলিশের অন্যায়ভাবে আটক করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ১৬ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “লক্ষীপুরের মান্দারী বাজার জামায়াতের অফিস থেকে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নাজমুল ইসলামসহ জামায়াতের ১৩ নেতা-কর্মীকে বিনা দোষে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পূর্ণ নির্দোষ।
মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী করার উদ্দেশ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহবানন জানাচ্ছি।
লক্ষীপুরের মান্দারী বাজার জামায়াতের অফিস থেকে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নাজমুল ইসলামসহ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”