২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১১:০৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের দাবী সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবী সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৭ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের দাবী সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। তারা তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য দীর্ঘ ১৮ দিন যাবত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন। কিন্তু সরকার তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শন করছেন। সৎ ও চরিত্রবান মানুষ গড়ার কারিগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের প্রতি সরকারের এহেন অবহেলা অত্যন্ত দুঃখজনক।

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ জানিয়েছেন যে, ৬,৮৪৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মধ্যে ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সালে সরকার ৫০০ টাকা থেকে ১,০০০ টাকায় উন্নীত করেছেন। বাকী ৫,৩২৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করে শিক্ষাদান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণেরও মানুষের মত বাঁচার অধিকার আছে।

তাই অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণের দাবী মানবিক দৃষ্টিকোণ থেকে সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”