৫ মার্চ ২০১৬, শনিবার, ১০:৫৮

মন্ত্রীদের অসাংবিধানিক এবং বেআইনী বক্তব্যের নিন্দা

মাননীয় প্রধান বিচারপতির ওপর সরকারের অন্যায়, বেআইনী এবং অসাংবিধানিক চাপ সৃষ্টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের আজ ৫ মার্চ ২০১৬ নিম্নোক্ত বিবৃতি দিয়েছেনঃ-

“তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জামায়াত নেতৃবৃন্দের বিচারের নামে সরকার যে প্রহসন চালিয়ে যাচ্ছে তা আজ গোটা জাতির নিকট দিবালোকের মত স্পষ্ট। বিচারের শুরু থেকে বিচারকে প্রভাবিত করার যে অপচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে তা আজও অব্যাহত আছে। স্কাইপ কেলেংকারী, সাক্ষী অপহরণ, অভিযুক্ত ব্যক্তির পক্ষের সাক্ষীকে নানাভাবে চাপ প্রয়োগ, সরকারের মন্ত্রী-এমপিদের প্রকাশ্য সমাবেশে বিচারাধীন বিষয়ে বক্তব্য প্রদান, রায়ের আগেই ফাঁসি কার্যকরের ঘোষণা এবং রায়ের দিন-তারিখ নির্ধারণ করে বক্তব্য প্রদান ইত্যাদি বিষয় থেকে বিচার কার্যক্রমকে প্রভাবিত করার জন্য সরকারের হস্তক্ষেপ দফায় দফায় জাতির সামনে নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

সর্বশেষে সরকারের মাননীয় মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী ও মাননীয় খাদ্য মন্ত্রী মাননীয় প্রধান বিচারপতিকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা সরকার কর্তৃক বিচার বিভাগের নিভু নিভু প্রদীপকে পুরোপুরিভাবে নিভিয়ে দেয়ার শামিল বলে জনগণ মনে করে। সরকারের মন্ত্রীদের এসব বক্তব্য বিচারের ওপর শুধু প্রভাব বিস্তারই করবে না, দেশের বিচার ব্যবস্থার কবর রচনা করবে।

আমরা সরকারের মন্ত্রীদের এ অসাংবিধানিক এবং বেআইনী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারপতিদের ওপর চাপ সৃষ্টি করার এ অন্যায় পথ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।”