১৪ মার্চ ২০১৬, সোমবার, ৭:২৫

এড. আবদুস সায়েম সহ সারা দেশে জামায়াতের নেতা কর্মীদের মুক্তির দাবি

নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমীর এড. আবদুস সায়েমকে আজ ১৪ মার্চ তার অফিস থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার এবং গত ১৩ মার্চ সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক শত্রুতার কারণে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার অধিবাসী জামায়াতের রুকন মাওলানা আবদুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের আজ ১৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমীর এড. আবদুস সায়েমকে অন্যায়ভাবে গ্রেফতার করা এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার অধিবাসী জামায়াতের রুকন মাওলানা আবদুল কাদেরের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ করার ঘটনার মধ্য দিয়ে সরকারের উগ্র ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

এড. আবদুস সায়েম একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাকে বিনা দোষে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে তার সেবা থেকে নওগাঁ সদর উপজেলার জনগণকে বঞ্চিত করছে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার অধিবাসী জামায়াতের রুকন মাওলানা আবদুল কাদের রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই তার বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে।

অবিলম্বে নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমীর এড. আবদুস সায়েমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি প্রদান এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার অধিবাসী জামায়াতের রুকন মাওলানা আবদুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”